‘পাশে আছি’, বাঁকুড়ায় বজ্রঘাতে নিহত ও আহতদের পরিবারের সাথে দেখা করে বার্তা অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : বাঁকুড়ার (Bankura) ইন্দাসে বজ্রঘাতে নিহত ও আহত পরিবারের লোকেদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন অভিষেককে, আবার কেউ তৃণমূলের যুবরাজকে সামনে পেয়ে কেঁদে ফেললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়ার ইন্দাস থেকে দ্বিতীয় পর্যায়ের নবজোয়ার কর্মসূচির সূচনা করেন।

কিছুদিন আগে বজ্রঘাতে এই এলাকায় নিহত ও আহতদের পরিবারের সাথে দেখা করেন তিনি। এমনকি পাশে থাকার আশ্বাসও দেন পরিবারগুলিকে। আজ অভিষেক নিহত ও আহতদের পরিবারের সাথে দেখা করে ভবিষ্যতেও পাশে থাকার বার্তাও দেন। তবে, পঞ্চায়েত ভোটের আগে বিপদগ্রস্ত পরিবার গুলির পাশে থাকার বার্তা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

গত ৩০শে এপ্রিল বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের একটি জনসভা ছিল। সেই জনসভায় এসে বজ্রাঘাতে নিহত হন এক তৃণমূল কর্মী। আহত হন ৫০ জন। সেই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সাথে আজ দেখা করেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা করতে আসার আগের মুহূর্তে এক পরিবারের সদস্য জানিয়েছেন, “খারাপ লাগছিল আগেরবার উনি আসতে পারেননি বলে। আমরা খুব খুশি এইবার উনি আসছেন বলে। কথা বলবো ওনার সাথে। বাড়ি থেকে আমি এখন বের হতে পারি না। বাড়িতে ছেলে-মেয়ে আছে। যদি কিছু সাহায্য পাই তাহলে ভাল হবে।”

abhishek

প্রসঙ্গত বাঁকুড়ায় গত ১৮,১৯ ও ২০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার কর্মসূচি করার পরিকল্পনা ছিল। কিন্তু সিবিআই নিজাম প্যালেসে গত ২০ তারিখ অভিষেককে তলব করে। তাই অভিষেক ১৯ তারিখ কর্মসূচি স্থগিত রেখে ফিরে আসেন কলকাতায়। এরপর আজ থেকে ফের দ্বিতীয় পর্যায়ের নবজোয়ার কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর