Big Breaking: চোখের চিকিৎসায় আমেরিকায় অভিষেক! বাংলাহান্টের হাতে প্রথম সেই এক্সক্লুসিভ ছবি

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সু্প্রিম কোর্টের সবুজ সংকেতের পর গত মাসে বিমানে উড়ে বিদেশ পাড়ি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল চোখের চিকিৎসা করাতে বিদেশে পাড়ি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিষেক। চলছে চোখের চিকিৎসা। আর সেই চোখের হাসপাতালের ভেতরের চিকিৎসকের সাথে বসে থাকার একটি এক্সক্লুসিভ ছবি এসেছে বাংলাহান্টের হাতে।

ছবিতে দেখা যাচ্ছে এক বিদেশী চিকিৎসকের পাশে বসে রয়েছেন অভিষেক। চিকিৎসকের হাতে একটি কাগজ। বুঝতে বাকি নেই সেটি নেতার চোখের রিপোর্ট। প্রসঙ্গত, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। তবে সেসব কথায় কান না দিয়ে স্ত্রী রুজিরাকে নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিলেন তিনি। যদিও রুজিরা ফিরে এসেছেন। অভিষেক একাই চোখের চিকিৎসার জন্য রয়ে গিয়েছেন সেখানে।

abhishek aaa

সূত্রের খবর, গতকাল ৮ই অগাস্ট আমেরিকার চিকিৎসক অভিষেককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। সেই মতোই চোখের চিকিৎসা চলছে তার। বিগত কিছুদিনে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে সাংসদকে। রাজনীতির লাইমলাইট থেকে কিছুটা দূরে।

কখনও নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নীচে লিখেছেন, ‘Bright sunny sunny morning in NYC’ যেই ছবিও মুহূর্তে হয়েছিল ভাইরাল। আবার সম্প্রতি লম্বা টুইট করে ইডিকে তোপ দাগতেও দেখা যায় তাকে। জানা গিয়েছে সমস্ত চিকিৎসা পর্ব একেবারে মিটিয়ে ২০ অগাস্ট নাগাদ দেশে ফিরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X