অভিষেকের মুকুটে নয়া পালক, এবার ডাক পেলেন বিদেশ থেকে! উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসও

বাংলা হান্ট ডেস্ক : তিনি আমেরিকা (America) থেকে ফিরেছেন মাত্র কয়েকদিনই হয়েছে। সেখানে তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন। আর এবার সরাসরি অস্ট্রেলিয়া (Australia) থেকেই আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্পেশাল ভিজিট প্রোগ্রামে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সুদৃঢ় হবে সম্পর্ক : সপ্তাহব্যপী সেই সফর হতে পারে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সফরের যাতায়াত, থাকা, খাওয়া সব দায়িত্ব নেবে অস্ট্রেলিয়ার সরকার। সম্প্রতি সেখান থেকে চিঠি পাঠানো হয়। অনেকের মতে, এই সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বরাবরই সুসম্পর্ক রয়েছে। তবে এবার কোন কোন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক রেখে কাজ করা যায় তা সেই সফরের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।

abhishek 4

অপেক্ষা শুধু সবুজ সংকেতের : এদিকে শুধু চিঠি পাঠিয়েই শান্ত থেকেছে সেই দেশের সরকার এমনটা নয়। দিল্লি ও কলকাতার দূতাবাসের তরফ থেকে যাবতীয় সফরসূচি তৈরির কথা জানানো হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এব্যাপারে সবুজ সংকেত মিললেই সেই সফরসূচি চূড়ান্ত করা হবে।

চলতি বছরেই হতে পারে সফর : মনে করা হচ্ছে চলতি বছরেই অস্ট্রেলিয়া যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও নিবিড় হতে পারে বলে করছে ওয়াকিবহাল মহল। অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দফতরের একটি বিশেষ প্রকল্পে তিনি আমন্ত্রিত হয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ার একাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ীরা তাঁর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

দেখা হয় অস্ট্রেলিয়ার হাই-কমিশনারও : এদিকে তৃণমূলের পক্ষ থেকে এনিয়ে একাধিক টুইট করা হয়েছে। সেখানে বলা হয় অত্যন্ত গর্বের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিছুদিন আগে ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও ফারেল অভিষেকের সঙ্গে দেখা করেছিলেন। নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়।


Sudipto

সম্পর্কিত খবর