প্রতিভার মর্যাদা পাননি BCCI-এর কাছে! এবার নিউজিল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সুযোগ পাওয়া কতটা কঠিন। তার চেয়েও বেশি কঠিন হলো ভারতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা। ভারতীয় উপমহাদেশে প্রতিভার কোন অভাব নেই এবং ক্রিকেটের ক্ষেত্রে জোগান এবং প্রয়োজনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাই বহু ক্রিকেটারই এমন আছেন যারা দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ না পেয়ে অন্য দেশে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন ক্রিকেটের মঞ্চে।

আজকের এই প্রতিবেদনে আমরা এমনই এক ক্রিকেটারের কথা আলোচনা করতে চলেছি। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাননি এবং তাই নিউজিল্যান্ডকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছেন। এই তারকা আর কেউ নন, তিনি হলেন ২৩ বছর বয়সী বাঁ হাতি স্পিনার রাঁচিন রবীন্দ্র (Rachin Ravindra)।

মুহূর্তে নিউজিল্যান্ড দলে প্রধান দুই স্পিনার হলেন মিচেল স‍্যান্টনার এবং ঈশ সোধি। তবে যেহেতু আসন্ন বিশ্বকাপটি আয়োজিত হচ্ছে ভারতের মাটিতে তাই একজন অতিরিক্ত স্পিনার স্কোয়াডে বা প্রথম একাদশে হয়তো খেলানোর চেষ্টা করতে পারে নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তিনি তুরুপের তাস হয়ে উঠতে পারেন নিউজিল্যান্ডের।

rachin ravindra

তার পরিবার এক সময় ভারতে থাকতো। রাঁচিনের বাবা এক সময়ে ব্যাঙ্গালোরে ক্রিকেট খেলেছেন। কিন্তু কিছু কারণবশত তাদের নিউজিল্যান্ডে পাকাপাকিভাবে বসবাস করতে হলেও ভারতের সঙ্গে কখনোই সংযোগ ছিন্ন হয়নি রাঁচিনের। নিউজিল্যান্ডের শীতের ছুটি চলাকালীন তিনি ভারতে আসতেন এবং ক্রিকেট খেলতেন যে অভিজ্ঞতা তাকে পরবর্তীতে নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডারে পরিণত হতে সাহায্য করেছে।

আরও পড়ুন: এশিয়া কাপেই নিশ্চিত হয়ে যাবে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভবনা! এই তারকার ওপর নির্ভর করবে BCCI

সম্প্রতি নিউজিল্যান্ডের একটি প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নিয়ে নির্বাচকদের বার্তা দিয়েছেন তিনি। চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে তিন উইকেট নিয়ে তিনি নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিং করতেও সিদ্ধহস্ত তিনি। ভারতের মাটিতে তাকে কাজে লাগাতে চাইবে টিম সাউদিরা।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর