আসছে ‘চলমান-হাসপাতাল’! সাধারণ মানুষের জন্য নয়া বছরে অভিষেকের বড় উপহার

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের জন্য সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শীত-গ্রীষ্ম-বর্ষা গোটা বছরই নিজের এলাকার মানুষের জন্য এক ডাকে হাজির থাকেন অভিষেক। এবার নতুন বছরে ফের সাধারণ মানুষের সেবায় বড় উদ্যোগ তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন বছরের শুরুতেই ডায়মন্ড হারবার লোকসভায় শুরু হতে চলেছে ‘সেবাশ্রয়’। অভিষেকের সংসদীয় এলাকায় স্বাস্থ্য পরিষেবার জন‌্য হাজির থাকবেন চিকিৎসকরা। সূত্রের খবর, ২ জানুয়ারি থেকে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবির শুরু হচ্ছে। নিজের হাতে এসডিও মাঠে কর্মসূচির সূচনা করবেন অভিষেক। প্রথম পর্বের কর্মসূচি চলবে ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত।

গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ বৈঠক করে ডায়মন্ড হারবারের মানুষের স্বাস্থ্য পরিষেবা জন্য কর্মসূচির ঘোষণা করেন তৃণমূল সাংসদ। এই কর্মসূচিই হল ‘সেবাশ্রয়’। যার মাধ্যমে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় ১০ দিন করে হবে স্বাস্থ্যশিবির।

পরিকল্পনা অনুযায়ী দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনা করবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। আর বাকি তিনদিন দায়িত্ব থাকবে সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকদের উপর। প্রতি দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিবিরে প্রতি অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। গোটা প্রক্রিয়াতে আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে।

Abhishek Banerjee

আরও পড়ুন: দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে আলুর দাম! নেপথ্যে কারণ কি? রাজ্যের তদন্তে ‘ফাঁস’ হল ‘আসল’ ঘটনা

পাশাপাশি এই শিবিরের মাধ্যমে থাকবে স্বাস্থ্যপরীক্ষার সুবিধাও। ‘চলমান-হাসপাতাল’-এ রক্ত পরীক্ষা, পোর্টেবল ইসিজি, ব্লাড হিমোগ্লোবিন টেস্ট ও ডেঙ্গি পরীক্ষাও করা যাবে। রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ প্রদানেরও ব্যবস্থা থাকবে। আর সঙ্কটজনক রোগীর ক্ষেত্রে জরুরি চিকিৎসার প্রয়োজনে রেফারেল সিস্টেমে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। জানা যাচ্ছে শিবিরের মাধ্যমে পরিষেবা পেতে অ্যাপের মাধ্যমে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকেই সমস্ত আপডেট মিলবে। থাকবে জরুরি হেল্প ডেস্ক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর