প্রায় ১০ ঘন্টার জেরা সেরে বেরোলো অভিষেক! কী নিয়ে জিজ্ঞাসাবাদ CBI-র, চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি কান্ডে আজ সিবিআই (Central Bureau of Investigation) নিজাম প্যালেসে ডেকে পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বেলা ১১ টার সময় হাজির হতে বলা হয় তাকে। দুমিনিট বাকি থাকতেই নিজাম প্যালেসে নিজের সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে হাজির হন অভিষেক। এরপর ৯ ঘণ্টা ৩৯ মিনিট পর সিবিআই দফতর থেকে বেরোলেন অভিষেক।

জানা গিয়েছে দুই দফায় তাকে তদন্তকারীরা জেরা করেছেন। মাঝে ৪৫ মিনিট বিরতি দেওয়া হয়েছিল মধ্যাহ্ন ভোজের জন্য। ইতিমধ্যেই তদন্তকারীরা প্রায় ৫ ঘন্টা ১৫ মিনিট জেরা করে ফেলেছেন অভিষেককে। মূলত আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য অভিষেককে আজ ডেকে পাঠায় সিবিআই।

ব্যাঙ্কশাল আদালতের বিচারক এবং হেস্টিংস থানায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ চিঠি দিয়ে জানান যে তদন্তকারীরা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। কুন্তল ঘোষ এর সেই চিঠির সূত্র ধরে কলকাতা হাইকোর্ট অভিষেককে জেরা করার জন্য নির্দেশ দেয় সিবিআইকে।

জানা গিয়েছে বিতর্কিত সেই চিঠিকে সামনে রেখেই আজ সিবিআই অফিসারেরা জেরা শুরু করেন অভিষেককে। তবে যে বিতর্কিত চিঠি নিয়ে এত হুলুস্থূল অভিষেক বলেছেন সেই চিঠি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এমনকি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলে সূত্রের খবর।

Abhishek

অন্যদিকে, আজ সিবিআই ‘কালীঘাটের কাকু” সুজয় ভদ্রের বাড়ি সহ দশ জায়গায় হানা দিয়েছে। বিকেল পর্যন্ত সেই তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। একই দিনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই তৎপরতা দেখে সবার মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষ পর্যন্ত নিজাম প্যালেস থেকে অভিষেক কখন বেরিয়ে আসেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর