চোখে অস্ত্রোপচারের পর ভালো আছেন অভিষেক, হয়তো এইদিন ফিরবেন আমেরিকা থেকে

   

বাংলা হান্ট ডেস্কঃ তাঁর বাঁ চোখের অস্ত্রোপচার ঘিরে সরগরম হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। একদিকে দলীয় কর্মী সমর্থকদের উৎকণ্ঠা, আবার অপরদিকে বিরোধী দলের কটাক্ষ মাঝে রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, অভিষেকের অস্ত্রোপচার সফল হয়েছে। আমেরিকার (America) জন্স হপকিন্স হাসপাতালে অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন অভিষেক। সবকিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর (Kalipuja) আগেই বাংলায় ফিরতে চলেছেন তৃণমূল সাংসদ।

বিগত বেশ কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের চিকিৎসা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। একদিকে যখন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বাংলা, আবার অপরদিকে অভিষেক ইস্যুকে সামনে এনে একের পর এক কটাক্ষ করতে থাকে বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের মতো বিরোধী দলগুলি। যদিও পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। সম্প্রতি অভিষেকের একটি ছবিও পোস্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে, কালীপুজোর দিনই সম্ভবত কালীঘাটে দেখতে পাওয়া যেতে চলেছে অভিষেককে। তবে এক্ষেত্রে চোখের বিশেষ যত্ন রাখতে হবে বলে পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।

পথ দুর্ঘটনা এবং চোখে আঘাত
২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তৃণমূল নেতার গাড়ির এবং পরবর্তীতে সেই দুর্ঘটনাতেই চোখের নিচে থাকা একটি হাড় ভেঙে যায় অভিষেকের। পরবর্তী ক্ষেত্রে কলকাতার পাশাপাশি সিঙ্গাপুর এবং হায়দ্রাবাদে চিকিৎসা করালেও মেলেনি কোনরকম সমাধান! এরপরেই আমেরিকায় অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন অভিষেক। অবশেষে গত ১২ ই অক্টোবর দীর্ঘ অপারেশনের পর আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে খবর।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিষেকের একটি ছবিও পোস্ট করেন। যদিও এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দিকে কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি। এক্ষেত্রে দিলীপ ঘোষ থেকে শুরু করে তথাগত রায়রা অভিষেককে কটাক্ষ করে বলেন, “কলকাতায় ভালো চিকিৎসা হয় না। সেই কারণেই এখানে স্বাস্থ্যসাথী দেওয়ার কথা ঘোষণা করলেও তৃণমূল নেতাদের বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয়। এর পিছনে কত খরচ হয়েছে, তার আরটিআই করা উচিত।”

Abhishek Banerjee eye treatment

যদিও অপরদিকে বিরোধীদের কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল শিবির। একইসঙ্গে অভিষেকের সুস্থতার জন্য মন্দিরে পুজো দিতেও দেখা যায় তৃণমূল নেতা এবং কর্মী সমর্থকদের। ফলে অভিষেকের সুস্থ থাকার খবরে অবশেষে উৎকণ্ঠা অনেকটাই কাটলো সকলের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর