স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে দুবাই যাচ্ছেন! অভিষেককে কটাক্ষ সুকান্ত মজুমদারের

বাংলাহান্ট ডেস্ক : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাইতে যাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেকের বাঁ চোখের নীচের যে ক্ষত তা ইদানিং দগদগে দেখা যাচ্ছে। সেই ক্ষত নিরাময়ের জন্যেই এই বিশেষ বন্দোবস্ত। যদিও ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানানো হয়েছিল আদালতে। তবে বৃহস্পতিবার ইডির আপত্তি খারিজ করে দিয়ে অভিষেকের দুবাই যাত্রায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট।

যদিও ইডির তরফে বলা হয়, আগে থেকে তাদের এই বিদেশযাত্রার কথা জানানো হয়নি। সব প্রস্তুতি সেরে ফেলার পর অভিষেক জানিয়েছেন তিনি দুবাই যাচ্ছেন। তা ছাড়া দিল্লিতে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক এবং রুজিরাকে যখন তলব করা হয়েছিল তখন দূরত্বের কারণে আপত্তি জানিয়েছিলেন সাংসদ। দিল্লিতে আসতে পারেননি, তাহলে দুবাই যেতে পারছেন কী ভাবে?

সূত্রের খবর, বৃহস্পতিবার আদালতে ইডি প্রশ্ন তোলে, ভারতে এত সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান থাকতেও কেন অভিষেককে দুবাইয়ে যেতে হচ্ছে? তাদের দাবি, অভিষেক কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন, তা-ও স্পষ্ট করে জানানো হয়নি। এর পাল্টা অভিষেকের আইনজীবী যুক্তি দেন, যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারেন কেউ, এতে অসুবিধার কিছু নেই। এই প্রসঙ্গ টেনেই তৃণমূল নেতাকে কটাক্ষ করেন সুকান্ত।

sukanta majumdar 1

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন। আমরা ভেবেছিলাম,স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে চিকিৎসা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’এর পরেই তাঁর কটাক্ষ, ‘‘এতেই বোঝা যায়, পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা ঠিক কেমন!’’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর