২৬/১১ মুম্বই হামলার জঙ্গির নিশানায় অভিষেক! বাড়ি, অফিসের সামনে চলে রেইকি, এবার গ্রেফতার

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোট। এরই মাঝে মুম্বই হামলার ষড়যন্ত্রীর (Terrorist) নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! তৃণমূল নেতার বাড়িতে হামলার ছক জঙ্গিগোষ্ঠীর! গ্রেফতার হওয়া ব্যক্তি গত কয়েকদিন ধরে অভিষেকের বাড়ি এবং অফিসের সামনে রেইকিও করেন। এদিন সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক তথ্য দিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার।

পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিএ’র ফোন নম্বরও জোগাড় করেন রাজারাম রেগি নামের ওই জঙ্গি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ এই রাজারাম রেগে। ঠিক কোন কারণে তার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার জানিয়েছেন গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই জঙ্গি। দুদিন কলকাতাতেই ছিলেন। এরপর অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার পরই অভিষেকের বাড়ি ও তার অফিসে রেইকি করেন রাজারাম রেগে। ভিডিওগ্রাফি করতে দেখা যায়।

গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই মুম্বই থেকে কলকাতা পুলিশের এসটিএফ রাজারাম রেগেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজারাম কেন কলকাতায় এলেন, কারণের সন্ধানে শুরু হয়েছে তদন্ত। অভিষেকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনেও এই জঙ্গি রেইকি করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিন লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘কিছু মানুষ কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল। প্রাথমিকভাবে রাজারাম রেগের নাম উঠে আসে। মুম্বই অ্যাটাকের সঙ্গে এর অ্যাক্টিভ যোগ রয়েছে। ২৬/১১ হামলার আগে বিস্ফোরণের চক্রী ডেভিড কোলম্যান হেডলি যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেই সময় তিনি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন।

mamata abhi 2

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে একটু পরই উঠবে ঝড়! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর

কলকাতায় এসে অভিষেক বন্দোপাধ্যায়ের ফোন নম্বর এবং পিএ-র মোবাইল নম্বর নিয়েছিলেন এই জঙ্গি। তার সঙ্গে দেখা করারও চেষ্টা করেন। এই নিয়েই শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যত দ্রুত সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে। মুখ্যমন্ত্রীরও নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর