বাংলাহান্ট ডেস্কঃ ভোট যুদ্ধের দামামা বেজে গিয়েছে বাংলায়। সভামঞ্চে মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধীদের আক্রমণ করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধীপক্ষের দিকে। পাল্টা জবাব দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও (Kailash Vijayvargiya)।
এদিন কাঁথিতে অধিকারীগড়ে সভা করতে গিয়েছিলেন, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সভা মঞ্চে দাঁড়িয়েই মেজাজ হারালেন তিনি। বিরোধীদের দিকে রণ হুঙ্কার দিয়ে বলেন, ‘যদি না শুধরাও, অনেক কিছু করবে বলছে ওঁরা। বলেছে, এলে আমাকেও দেখে নেবে’।
এরপরই আক্রমণাত্মক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠে বলেন, ‘আরে তোর বাপকে গিয়ে বল- বাড়ির ৫ কিমির মধ্যে দাঁড়িয়ে আছি। আয়! হিম্মত আছে, আয়! এই মেদিনীপুরের মাটিতে তোমার পাড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছি। যা করার কর’।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রতিক্রিয়া দিলেন স্যোশাল মিডিয়ায়। ফেসবুকে লেখেন, ‘তোর বাপকে গিয়ে বল, আমি এই তোর ৫ কিমির মধ্যেই আছি, যা করার করে যা! কাঁথির জনসভায় বাংলার এমন সংস্কৃতি তুলে ধরা হচ্ছে!’
कोल माफिया,गोल्ड माफिया,सैंड माफिया ,गोरू (गाय)तस्करी माफिया और सिंडिकेट राज का तथाकथित सरग़ना देखो कैसी भाषा में बात करता है ।
बच्चू,अहंकार तो रावण का भी नहीं रहा । #bhaipo pic.twitter.com/DiGBCWmyaq
— Kailash Vijayvargiya (@KailashOnline) February 6, 2021
তরুণ তৃণমূল সাংসদের এই গর্জে ওঠা ভাষণের কিছুটা অংশের ভিডিও নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে পাল্টা জবাব দিলেন কৈলাস বিজয়বর্গীয়ও। স্যোশাল মিডিয়ায় কৈলাস বিজয়বর্গীয় লেখেন, ‘বালি মাফিয়া, সোনা মাফিয়া, গরু পাচারকারী, কয়লা মাফিয়া এবং সিন্ডিকেট রাজের তথাকথিত মুখ কি ধরণের ভাষা ব্যবহার করছে দেখুন। বাছা, অহংকার তো রাবণেরও টকতে পারেনি। #bhaipo’।