বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর কাছে ‘পারফরম্যান্স’-ই শেষ কথা! তাই ঠিক মতো কাজ না করলেই দল ব্যবস্থা নেবে। এই কারণেই পারফরম্যান্সের ওপর জোর দিতে বলেছিলেন অভিষেক। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন এই পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ব্লক সভাপতি জেলা সভাপতিদের বেছে নেওয়া হবে। যেমন কথা তেমন কাজ! সূত্রের খবর এবার সংগঠনের ‘নিষ্ক্রিয়’ এবং ‘গদ্দার’ কর্মীদের চিহ্নিত করে রিপোর্ট তৈরি করে ফেলেছেন অভিষেক। এমনকি সেই রিপোর্ট ইতিমধ্যেই তিনি তুলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতেও।
মুখ্যমন্ত্রীকে নামের লিস্ট পাঠালেন অভিষেক (Abhishek Banerjee)
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে পাখির চোখ করে আরও একবার বাংলা দখলে কার্যত ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল। তবে তার আগে যেখানে যতটুকু খামতি রয়েছে তা একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে চায় দল। এসবের মধ্যেই বিগত কয়েক মাস ধরেই তৃণমূলের অন্দরে রদবদল নিয়ে তৈরী হয়েছে ব্যাপক জল্পনা। যদিও এই রদবদল নিয়ে আগেই স্পষ্ট বার্তা দিয়ে অভিষেক (Abhishek Banerjee) জানিয়েছিলেন, ‘ঠিক সময়ে দলের সাংগঠনিক রদবদল হবে’। একইসাথে জানানো হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রদবদল প্রসঙ্গে অভিষেক (Abhishek Banerjee) আরও বলেছিলেন,’যারা দলের হয়ে কাজ করছেন,দলের কথা ভেবেছেন তাঁদের চিন্তা করার কোনও কারণ নেই।’ প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলেও ওয়ার্ড ভিত্তিক ফলাফলের দিক দিয়ে একাধিক জায়গায় পিছিয়ে ছিল দল। দলনেত্রীর নির্দেশে এই হারের কারণ সরজমিনে খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন খোদ তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’। তারপরেই দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বাংলার মুকুটে সেরার শিরোপা! ঢালাও প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা
আগামী বছর বিধানসভা নির্বাচনে যাতে একই ভুল আর না হয় তার জন্য এবার আগে থেকেই সাবধানী তৃণমূল নেতৃত্ব। তাই দলে থেকও যাঁরা কাজ করেননি তাঁদের তালিকা প্রস্তুত করেছেন অভিষেক। এমনকি সেই নামের তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমোর কাছে।
প্রসঙ্গত, প্রত্যেক এলাকাভিত্তিক কোন কোন নেতা কর্মী লোকসভা নির্বাচনে কাজ করেননি অভিষেককে তার রিপোর্ট তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সময় বেঁধে দিয়ে জানিয়েছিলেন তিন মাসের মধ্যে সেই রিপোর্ট তৈরি করতে হবে। এপ্রসঙ্গে সোমবার দিল্লিতে সাংবাদিকদের এক আলোচনায় অভিষেক জনিয়েছেন,সেই রিপোর্ট তিনি তৈরি করে ফেলেছেন। এমনকি তা দলনেত্রীর হাতেও তুলে দিয়ে দিয়েছেন তিনি। তবে এবার কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,কাকে বদলি করা হবে, সেই সিদ্ধান্ত একমাত্র দলনেত্রীই নেবেন।