ফের অভিষেকের ‘নবজোয়ার’! একাধিক কর্মসূচি মমতারও! নয়া বছরে একগুচ্ছ ‘পরিকল্পনা’ তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি বাংলা জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। একটানা বাড়ি-ঘর ছেড়ে রাজ্যের নানান জেলায় ঘুরেছিলেন তৃণমূল সেনাপতি। পৌঁছে গিয়েছিলেন মানুষের কাছে। শোনা যাচ্ছে, আগামী বছর ফের এই কর্মসূচি করবেন তিনি। এখনও অবধি এই বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি। তবে সূত্রের খবর, নতুন বছরের ফেব্রুয়ারি মাস থেকে অভিষেকের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচি শুরু হতে পারে।

  • উত্তরবঙ্গ থেকে দক্ষিণমুখী হতে পারে অভিষেকের (Abhishek Banerjee) যাত্রাপথ

একটি নামি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগেরবারের মতো এবারও তৃণমূল (Trinamool Congress) সেনাপতির যাত্রাপথ উত্তরবঙ্গ থেকে দক্ষিণমুখী হতে পারে। তবে রুটে কিছু বদল থাকতে পারে বলে খবর। প্রথম দফার নবজোয়ার কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছিলেন অভিষেক। বহু জেলায় তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাও অনেকাংশে কমেছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার ফের একবার পথে নামতে চলেছেন তৃণমূল নেতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক নানান কর্মসূচি, কেন্দ্রের বৈষম্য এবং বাংলায় বিরোধীদের চক্রান্তমূলক কুৎসা- এই ৩টি বিষয়কে সামনে রেখেই মূলত অভিষেকের (Abhishek Banerjee) নয়া নবজোয়ার কর্মসূচি হতে চলেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নতুন বছরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একগুচ্ছ কর্মসূচি থাকবে বলে জানা যাচ্ছে। রাজ্যের নানান জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কিছু কর্মসূচি থাকতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ হাতে ১০ দিন সময়! ইস্তফা না দিলে বাবা সিদ্দিকীর মতো পরিণতি! চরম হুমকি যোগী আদিত্যনাথকে

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, চলতি নভেম্বর মাস থেকে আগামী জানুয়ারি মাস অবধি সংগঠনের নানান স্তরে বেশ কিছু বদল আনতে পারেন সুপ্রিমো মমতা (Mamata Banerjee)। এই বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের মতামত নেবেন। সেই সঙ্গে জানা যাচ্ছে, ছাত্র, যুব সহ কিছু শাখা সংগঠন ও গণসংগঠনের কাজের মূল্যায়ন করাও শুরু হয়েছে। জনসংযোগে যাতে খামতি না থাকে, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে ঢেলে সাজানোর কথা ভাবা হচ্ছে বলে খবর।

Mamata Banerjee Abhishek Banerjee

এদিকে সম্প্রতি বিদেশ থেকে চোখের অস্ত্রোপচার সেরে কলকাতা ফিরেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক (Abhishek Banerjee)। চিকিৎসকদের পরামর্শ মতো বর্তমানে কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাঁকে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও চোখে কালো চশমা লাগিয়ে উপস্থিত হয়েছিলেন। শোনা যাচ্ছে, এসবের মধ্যেও যতখানি সম্ভব ‘হোমওয়ার্ক’ এগিয়ে রাখবেন তিনি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর