বুথ ফেরত সমীক্ষা দেখেই উড়ল ঘুম! রেজাল্টের আগে যা করতে চলেছেন অভিষেক… তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার অন্তিম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল বাজিমাত করতে পারে, তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে। এর মধ্যে বেশিরভাগ সমীক্ষক সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এবার পশ্চিমবঙ্গে TMC-র থেকে এগিয়ে রয়েছে BJP। উনিশের ভোটের চেয়ে এবার বাংলায় আসন সংখ্যা বাড়তে গেরুয়া শিবিরের। এই বিষয়গুলি দেখে যাতে দলীয় কর্মীদের মনোবল না ভেঙে যায় সেই কারণে বিরাট সিদ্ধান্ত নিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় (Exit Poll) দাবি করা হয়েছে, বাংলায় এগিয়ে রয়েছে BJP। তাদের পূর্বাভাস, ৪২টি আসনের মধ্যে এবার ২৬-৩১টি আসনে জয়ী হতে পারে গেরুয়া শিবির। তৃণমূলের (TMC) ঝুলিতে আসতে পারে ১১-১৪টি আসন। টুডেজ চাণক্যর পূর্বাভাস, বাংলায় এবার ২৪টি আসনে জয়ী হতে পারে BJP। সেই আসনসংখ্যা ৫টি কম বা ৫টি বেশি হতে পারে।

   

এবার যদি ৫টি বেশি হয় তাহলে BJP-র জয়ী হবে ২৯টি কেন্দ্রে এবং যদি ৫টি কম হয় তাহলে ১৯টি আসনে পদ্ম ফুটতে চলেছে। যা কিনা গতবারের চেয়ে একটি আসন বেশি। চাণক্য বলছে, এবার রাজ্যে কমবেশি ১৭টি আসনে জয়ী হতে পারে জোড়াফুল শিবির। অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূলের (Trinamool Congress) চেয়ে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। যা দেখে দলের কর্মীদের মনোবলে আঘাত লাগতে পারে। সেই কারণে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে বলেছেন, বুথ ফেরত সমীক্ষার ফলাফল দেখে বিচলিত না হতে।

আরও পড়ুনঃ হুগলিতে ধরাশায়ী রচনা? ফের পদ্ম ফোটাবেন লকেট? বুথ ফেরত সমীক্ষায় যা উঠে এল … চমকে যাবেন!

TMC সূত্রে জানা যাচ্ছে, রবিবার বিকেলে এই নিয়ে দলের জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন অভিষেক। কারণ আগামী মঙ্গলবার তথা ৪ জুন ভোট গণনার আগে নানান বুথ ফেরত সমীক্ষা দেখে দলের কর্মীদের মনে যদি নেতিবাচক ধারণ তৈরি হয়, তাহলে গণনায় সেভাবে মনোযোগ দিতে পারবেন না। এছাড়া প্রত্যেক দফা ভোটের পর TMC অভ্যন্তরীণ বুথ ফেরত সমীক্ষা করেছিল। সেই সমীক্ষার পূর্বাভাস, কোনও ভাবেই তাদের টেক্কা দিয়ে BJP এগিয়ে যাবে না।

তাই অন্যান্য সমীক্ষক সংস্থার পূর্বাভাস দেখে দলের কর্মীরা যাতে বিচলিত না হয়ে পড়েন তা সুনিশ্চিত করতে চান অভিষেক। সেই কারণেই আজ বিকেলে তিনি একটি ভার্চুয়াল বৈঠক করবেন বলে খবর। কারণ বুথ ফেরত সমীক্ষার ফলাফল এবং আসল ফলাফল কিন্তু এক নয়। এর মাঝেই আসল রেজাল্টের একটা আভাস দেওয়ার চেষ্টা করা হয় মাত্র।

Abhishek Banerjee meeting

কখনও কখনও সেই পূর্বাভাস মিলে যায়, কখনও আবার মেলে না। চব্বিশের লোকসভা নির্বাচনের পর সিংহভাগ সমীক্ষক সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, বাংলায় TMC-কে টেক্কা দিয়ে বাজিমাত করবে BJP। সত্যি সত্যিই এমনটা হয় কিনা তা জানতে আগামী ৪ জুন অবধি অপেক্ষা করতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর