আদি-নব্য সমম্বয়ের বার্তা! ভোটে জিতে কাদের জন্য কাজ করবে তৃণমূল? বিরাট ঘোষণা অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ একুশে জুলাইয়ের মঞ্চে চেনা মেজাজে দেখা গেল তৃণমূল সেনাপতিকে। জনগণের উদ্দেশে বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আদি-নব্য সমন্বয়ের বার্তা দেওয়ার সঙ্গেই তৃণমূল এবার কাদের জন্য কাজ করবে সেটাই ঘোষণা করেন তিনি।

একুশে জুলাইয়ের মঞ্চে বড় ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন কাজের জন্য বিজেপি থাকবে। খানিক সেই রেশ টেনেই এদিন অভিষেক বলেন, ‘আমাদের যারা ভোট দিয়েছেন তাঁদের জন্য আমরা কাজ করব। যারা আমাদের ভোট দেননি, তাঁদের জন্যও আমরা কাজ করব। এটাই হল তৃণমূল কংগ্রেস’।

আজকের সভায় দাঁড়িয়ে নিট কেলেঙ্কারি নিয়েও সরব হন অভিষেক। তৃণমূল (Trinamool Congress) সেনাপতি বলেন, ‘স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হল নিট কেলেঙ্কারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দেবে না?’ একাধিক কেন্দ্রীয় এজেন্সি নানান মামলায় একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে। সেকথা টেনে তিনি বলেন, ‘আমার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী, ছোট পুত্র-কন্যা, কাউকে হেনস্থা করতে ছাড়েনি। আমি বলেছি, যদি গলাও কেটে দেয়, তাহলেও জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব’।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে জড়ায় নাম! সেই নেতাকেই বিরাট দায়িত্ব দিতে চলেছে TMC? ‘ফাঁস’ হতেই তোলপাড়!

তৃণমূলের আদি-নব্য বিতর্কে ইতি টেনে অভিষেক (Abhishek Banerjee) এদিন বলেন, ‘যারা নতুন তৃণমূল কংগ্রেসে এসেছেন তাঁদের তৃণমূল লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, একুশে জুলাইয়ের ইতিহাস জানতে হবে। যারা পুরনো, তাঁদের নতুনদের সঙ্গে নিয়ে যেতে হবে’।

Abhishek Banerjee

তৃণমূল সেনাপতির কথায়, তৃণমূলের কর্মীরাই দলের শক্তি। দলকে মজবুত করার জন্য আমাদের মাঠে নেমে লড়তে হবে। পুরনোদের অভিজ্ঞতা, নতুনদের উৎসাহ-উদ্দীপনা এই দু’টি হল দলের এক বৃন্তে দু’টো কুসুম। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। কোনও রকম বাকবিতণ্ডায় জড়াবেন না। মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি। আপনাদের জিতিয়েছে। মানুষ আপনাকে বিশ্বাস করেছে, বিজেপিকে করেনি, স্পষ্ট বার্তা অভিষেকের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর