বিশ্রামের দিন শেষ! এবার নরওয়ে ছুটবেন অভিষেক! হঠাৎ কী এমন হল তৃণমূলের যুবরাজের?

বাংলাহান্ট ডেস্ক : হাতে আছে আর মাত্র কটা দিন। তারপরেই নরওয়ের মাটিতে পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের অপারেশনের পর দিন কয়েক বিশ্রাম নিয়েই রীতিমতো ময়দানে নেমে গিয়েছেন তৃণমূলের যুবরাজ। এবার ডায়মন্ড হারবারের সংসদের আসন্ন নরওয়ে সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে।

নরওয়ে যাওয়ার ডাক পড়ল অভিষেকের (Abhishek Banerjee)

জানা গিয়েছে, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নরওয়ের অসলোতে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ১৭ থেকে ২২ নভেম্বর অর্থাৎ ৬ দিন ধরে ওই কর্মসূচি চলবে। ‘দ্য রয়্যাল নরউইয়ান এম্ব্যাসি (Norwegian EmbassY)’ ও রাষ্ট্রসঙ্ঘের (মহিলা) পক্ষ থেকেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

আরোও পড়ুন : এবারে হবে আসল ধামাকা! কেরিয়ারের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন নীরজ চোপড়া

সূত্রের খবর, অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য রাজনীতি সহ সব ক্ষেত্রে মহিলাদের সমান অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার কথাই আলোচিত হবে ওই বক্তৃতায়। নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরাও সেখানে হাজির থাকবেন। সেখানে নরওয়ের সংসদের প্রতিনিধি ও সেখানকার বিভিন্ন সরকারি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে মত বিনিময় হবে।

Abhishek Banerjee

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, গত মার্চে ভারতের বাণিজ্য চুক্তি হয়েছে নরওয়ের সঙ্গে। ভবিষ্যতে এই ক্ষেত্রে বাণিজ্য প্রসারিত করার জন্য দীর্ঘ আলাপচারিতার সম্ভাবনাও বাড়বে। এই সংক্রান্ত কথা তুলে ধরে অভিষেককে (Abhishek Banerjee) বক্তৃতা দিতে আহ্বান করা হয়েছে। ভারতীয় সাংসদদের যাতায়াত, তাঁদের থাকার খরচ-সহ সবকিছু বহন করবে নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর