বাংলা হান্ট ডেস্কঃ আজ খুশির ইদ। ট্রাডিশন বজায় রেখে প্রতিবছরের মতোই এবারও ইদের (Eid) সকালে রেড রোডে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রেড রোডের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিলেন মমতা-অভিষেক। আবেগপূর্ণ ভাষণে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জোর গলায় বললেন, বাংলার মাটি যতটা হিন্দুদের, ততটা মুসলমানের, ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের। একই সাথে চলল বিরোধী দল বিজেপিকে (BJP) আক্রমণ।
বিজেপিকে কড়া হুঁশিয়ারি অভিষেকের-Abhishek Banerjee
গেরুয়া শিবিরকে আক্রমণ মমতা-অভিষেক বললেন, ‘ওরা বিভাজন চায়, ওদের প্ররোচনায় পা দেবেন না।’ ‘যে বাংলা থেকে তারা ১৮ টা সিট পেয়েছিল, তার মধ্যে ৬ টা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে।’ অভিষেকের সাফ বার্তা, ‘যারা বাংলাকে ভাগ করতে চাইছে তাদের মনে রাখা উচিত, যে চাঁদ দেখে খুশির ইদ পালন হয়, সেই চাঁদ দেখেই করওয়াচৌথে উপোসভঙ্গ করা হয়।’
অভিষেক বলেন, ‘চাঁদ, সূর্যের কোনও ধর্ম নেই। যে হাওয়ায় আমরা শ্বাস নিই, সেই হাওয়ার কোনও ধর্ম হয় না। ‘ রাহত ইন্দোরির লেখা উদ্ধৃত বলেন, ‘সভি কা খুন হ্যায় শামিল ইঁহা মিট্টি মে, কিসী কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’। অভিষেক বললেন, ‘বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার’।
আরও পড়ুন: জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই শুভ সূচনা! বাংলায় শুভেন্দুর হাত ধরে শিলান্যাস হবে রামমন্দিরের
তৃণমূল সাংসদ আরও বলেন, ‘ কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন মুসলিমরা বিপদে আছেন। কিন্তু আমি বলব, বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে আছে।’ এদিন সম্প্রীতিরক্ষার আহ্বান জানান মমতাও। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি ধর্ম, প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত। আপনারা ভাল থাকলে, আমরাও ভাল থাকব।’