‘আমরা চাকরি দিতে চাই’, ভোটের আগেই নিয়োগ নিয়ে মুখ খুললেন অভিষেক!

লোকসভা ভোটের মুখে একাধিক ইস্যুতে সরগরম রাজ্য-রাজনীতি। আর এসবের মধ্যেই অন্যতম বিষয় হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Avijit Ganguly)। সম্প্রতি বিচারপতির পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখে উঠে এল সেই প্রাক্তন জাস্টিসের প্রসঙ্গ।

সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাত্‍কারে ‘নিয়োগ কবে হবে?’ এই প্রসঙ্গে কথা বলেছেন। সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে তৃণমূল সেনাপতি বলেন, ‘যে বিচারপতি এই মামলা শুনছিলেন তার ভূমিকা এই গত কয়েক দিনে স্পষ্ট হয়ে গিয়েছে। সরকার তার মানসিকতা স্পষ্ট করেছে।’

অভিষেক বলেন, ‘আমরা তো চাকরি দিতে চাই। এবার সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিয়ে চায় সেক্ষেত্রে আপনি বলছেন সিবিআই করে দেব। তাদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয় তাও করতে দেওয়া হচ্ছে না।’

এখানেই থেমে থাকেন নি অভিষেক। তৃণমূল নেতা আরও বলেন, ‘ সরকারের তরফে হাইকোর্টে আবেদন করা হয়েছিল। মামলা শুনছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সরকার তরফে আদালতে বলা হয়, আমরা যে কোনও ভাবে চাকরি দিতে চাই। আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করা উচিত। যাদের চাকরি দিয়েছিলাম তাদেরটা বাতিল করে নতুন করে চাকরি দেওয়া হবে। ‘

abhishek tmc f

আরও পড়ুন: ‘হ্যাঁ আমি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়…’, এবার ফোঁস করে উঠলেন অভিজিৎ , হঠাৎ কী এমন হল?

অভিষেক আরও বলেন, ‘অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরির ব্যবস্থা করার কথাও আদালতে জানানো হয়। আর এই আবেদন করার জন্য তিনি সিবিআই দিয়ে দিয়েছিলেন।’ নাম না নিয়ে প্রাক্তন বিচারপতিকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, ‘আপনি নিজেই চাননি চাকরি হোক। কারণ সেই দিন আর আপনি মিডিয়া ফুটেজ পাবেন না।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর