বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রামের (Nandigram) ঘটনাই আবার ঘটল চাকদহেও। জনসংযোগ বজায় না রাখায় আবারও পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী সোমবার সকালের মধ্যে জমা দিতে হবে ইস্তফাপত্র। রানাঘাটের মিলন মন্দির ময়দানের জনসভার মঞ্চ থেকে দলের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
জানা যাচ্ছে, শনিবার জনসভা চলাকালীন নদিয়ার চাকদহের তাতলা ১ গ্রাম পঞ্চায়েতের মহানলা গ্রামের ধনিচা গ্রামের প্রধান পার্থপ্রতীম দে’র খোঁজ শুরু করেন অভিষেক। জনসভায় প্রধান উপস্থিত কিনা, বারবার সেই বিষয়ে প্রশ্ন করতে থাকেন। অভিষেক জানতে চান, ‘গ্রামটায় শেষ কবে গিয়েছিলেন?’ তারপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘ওই গ্রামটিতে কয়েকটি তফশিলি উপজাতি পরিবারের সদস্যদের বাস। গ্রাম থেকে কিছু অভিযোগ পেয়ে ৪ জনকে গ্রামে পাঠিয়েছিলেন তিনি। তাঁদের কাছে ওই গ্রামের বাসিন্দারা জানান, ৪ বছরের মধ্যে একবারও গ্রামে যাননি প্রধান।’
অভিষেক পঞ্চায়েত প্রধানের উদ্দেশে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘মানুষ সার্টিফিকেট দিলে প্রধান, নইলে নয়। মানুষ সার্টিফিকেট দেননি। আপনি প্রধানের মতো কাজ করেননি। যদি ৪ বছরে গ্রামে একবারও না যান তাহলে প্রধানের চেয়ারে বসার অধিকার নেই আপনার। সোমবার সকালের মধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন।’
এর পর ব্লক সভাপতিদের অনুরোধের সুরে জানান, ‘যেখানে যেখানে প্রধানদের বিরুদ্ধে অভিযোগ আছে আমাকে জানান। নইলে সরাসরি তার প্রভাব ব্লক সভাপতির উপর পড়বে।’ প্রধান ইস্তফা পাঠানোর পর নতুন প্রধান নির্বাচিত হবে বলেও জানান অভিষেক। পরবর্তী গ্রাম পঞ্চায়েত কে হবেন তা এলাকাবাসীই বেছে নেবেন বলে দাবি করেন তিনি।