শুভেন্দুর সঙ্গে গোপন আঁতাত কংগ্রেস প্রার্থীর, অধীরকে মীরজাফর বলে আক্রমণ অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের (Congress) সেইভাবে কোনও অস্তিত্ব নেই। কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) উল্লেখ করেন মুর্শিদাবাদের রাজা বলে। মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদীঘিতে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিধানসভার উপনির্বাচন। তার আগে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাগরদিঘীতে সভা করতে গিয়ে অধীর চৌধুরীকে মীরজাফর ও গাদ্দার বলে আক্রমণ করলেন।

এছাড়াও তার অভিযোগ আসন্ন উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের সাথে যোগাযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রবিবার অভিষেক বলেন, “বিরোধী দলনেতা আজ থেকে এক মাস আগে সভা করে বলে গিয়েছিলেন বিজেপি সনাতনী বুথগুলিতে জয়লাভ করবে। তবে সংখ্যালঘু বুথগুলিতে বিজেপি জয়লাভ করবে কিনা সেই বিষয়ে আমি জানিনা, তবে সেই বুথগুলিতে তৃণমূল যাতে না যেতে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি।”

সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সেই বক্তৃতার অডিও ক্লিপ রবিবার মাইকে সবার সামনে বাজিয়ে শোনান অভিষেক। এরই সাথে তিনি বোঝাতে চান যে সাগরদিঘীতে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সুব্রত সাহা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘী থেকে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু তার মৃত্যু হলে এই কেন্দ্রে উপনির্বাচনের ব্যবস্থা করা হয়। এই কেন্দ্রে বাইরন বিশ্বাস লড়ছেন বাম- কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে।

এছাড়াও, তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি সাগরদিঘির তৃণমূল ব্লক সভাপতি। একই সাথে দেবাশীষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। তবে এদিন সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল প্রার্থী, মুখ হলেন দেবাশীষ। এরই সাথে তিনি দাবি করেন এই কেন্দ্রে কংগ্রেস জয়লাভ করবে না। যদি কোন ভাবে বাইরন বিশ্বাস জিতেও যান তাহলে ২৪ ঘন্টার মধ্যেই তিনি বিজেপিতে যোগদান করবেন।

এদিনের সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন অধীর চৌধুরীকে। তিনি অভিযোগ করেন, বাংলার পুলিশের উপর ভরসা নেই অধীর চৌধুরীর। তাই তিনি ঘোরাফেরা করেন অমিত শাহের নিরাপত্তা নিয়ে। তিনি বলেন, “নাম করে বলছি পারলে আমার বিরুদ্ধে আদালতে গিয়ে মানহানির মামলা করুন। অধীর চৌধুরী মীরজাফর, এমন মীরজাফর আগামী ৫০০ বছরেও মুর্শিদাবাদের জন্মাবে না।”

Sagardighi

অন্যদিকে, অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী এই বক্তৃতার প্রতিক্রিয়ায় বলেন, এসব চিত্রনাট্য পুরনো। শুভেন্দু যখন তৃণমূল করতেন তখনও মুর্শিদাবাদে এসে এসব বলতেন। এখন শুভেন্দু তৃণমূল থেকে বিজেপি হয়েছেন, কিন্তু অধীর চৌধুরী নিজের আদর্শের জন্য দলবদল করেননি। তবে আবার কংগ্রেসের অনেকের দাবি, তৃণমূল চাপে পড়ে গেছে। এই কেন্দ্রে বাইরন বিশ্বাসই জয়ী হবেন। সে কারণেই একটা উপনির্বাচনের জন্য অভিষেককে কলকাতা থেকে ছুটে আসতে হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর