১০০ বছর বয়সী বাবাকে গান শোনাচ্ছেন ৭৫ বছরের ছেলে! ভাইরাল ভিডিও মন জয় করল নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: বাবা-ছেলের সম্পর্ক বরাবরই অনন্য। দু’জনের মধ্যেই আলাদা একটা বন্ধন থাকে। কিন্তু বর্তমান সময়ে এই সম্পর্কের মধ্যেও এমন কিছু হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ প্রকাশ্যে আসে যেগুলি জানার পর রীতিমতো অবাক হয়ে যান সকলে। এমনকি, সেইসব ঘটনা চিন্তার কারণও হয়ে দাঁড়ায়। ঠিক সেই আবহেই এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিও সামনে এসেছে যেটি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয়, বাবা-ছেলের মধ্যে যে সবসময় চিরন্তন সম্পর্ক বজায় থাকে সেই সত্যও ফুটে উঠেছে।

মূলত, ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, বৃদ্ধ বাবাকে পরম আদরে গান শোনাচ্ছেন ছেলে। এদিকে, কালের নিয়মে ছেলের বয়সও হয়ে গিয়েছে ৭৫। এই ভিডিওটি @goodpersonSrini অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। যেটির ক্যাপশনে লেখা রয়েছে, “বাবার বয়স ১০০+ এবং ছেলের বয়স ৭৫, আগামী প্রজন্ম কি এমন সম্পর্ক বজায় রাখতে পারবে?”

ভিডিওটিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বাবার সাথে কথা বলছেন। তাঁর বাবা বিছানায় শুয়ে আছেন এবং তিনি খুব ধীরে ধীরে কথা বলছেন। এমন পরিস্থিতিতে, ছেলে খুব মনোযোগ দিয়ে তা শোনার চেষ্টাও করেন। তারপরেই তিনি গান গাইতে শুরু করেন এবং মুখে শিস দিতে থাকেন। পাশাপাশি, সেখানে তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও দেখা গিয়েছে।

জানা গিয়েছে এটি তামিলনাড়ুর ভিডিও: উল্লেখ্য যে, ভিডিওটি ঠিক কোথাকার তা জানা না গেলেও, তাঁদের কথোপকথন থেকে মনে হচ্ছে তাঁরা দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর বাসিন্দা। ইতিমধ্যেই জগন্নাথন নামে এক ব্যক্তি পোস্টটিতে উত্তর দিয়েছেন এবং ভিডিওটি তাঁর পরিবারের বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, @goodpersonSrini-কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “ধন্যবাদ। তিনি আমার বাবা। তাঁর বয়স ১০৪ বছর। গত ১৯ জানুয়ারি, আমরা তাঁর ১০৫ তম জন্মদিন উদযাপন করেছি। আমার ভাইয়েরা তাঁর সাথে আছে। আমার বয়স ৭৪ বছর। এই বছর ১৭ জানুয়ারি, আমি আমার ৭৫ তম জন্মদিন উদযাপন করেছি।”

তুমুল ভাইরাল ভিডিও: ইতিমধ্যেই এই ভিডিওটি রীতিমতো ঝড় তুলেছে নেটমাধ্যমে। প্ৰতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি প্রায় ২.৫ লক্ষ বার দেখা হয়েছে। শুধু তাই নয়, ভিডিওটি লাইক করেছেন ১৬.১ হাজার জন। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে কমেন্টের সংখ্যাও। আসলে, বাবা-ছেলের এই “কেমিস্ট্রি” খুব সহজেই মন জিতে নিয়েছে সকলের। এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি খুব খুব ভাগ্যবান। প্রত্যেকে তাঁদের পিতামাতার সাথে থাকার, তাঁদের ভালোবাসার অভিজ্ঞতা নেওয়া, তাঁদের যত্ন নেওয়া, একসাথে গান গাওয়ার মত বড় সুযোগ পায় না।” পাশাপাশি, আরেকজন লিখেছেন, “শুভ জন্মদিন স্যার। ঈশ্বর অপনাদের উভয়ের মঙ্গল করুন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর