সাংসদ হিসেবে শপথ নিলেন অভিষেক, গোটা হল কেঁপে উঠল ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে

 

বাংলা হান্ট ডেস্ক: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে শপথ নিলেন সপ্তদশ লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশনে। তাঁর গোটা সংসদে ‘জয় শ্রী রাম’ ধ্বনি উঠল শপথগ্রহণ ঘিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার আগে বলেন,’এতো দেখছি নরেন্দ্র মোদীর চেয়ে আমি জনপ্রিয়’।

 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষিত হয় সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য। এরপরই জয় শ্রী রাম’ ধ্বনিতে কেঁপে ওঠে গোটা অধিবেশন।

dfb85 img 20190618 wa0028pp

নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো কটাক্ষ করে বলেন, ‘এতো দেখছি নরেন্দ্র মোদীর চেয়েও আমি বেশি জনপ্রিয়’। বাংলা ভাষায় কথা বলেই শপথ নেন অভিষেক। শপথ শেষ করে তিনি বলেন,’জয় হিন্দ। বাংলার জয় হোক’।

সম্পর্কিত খবর