বিচারপতির বাড়িতে টাকার স্তুপ! এবার সরব হলেন অভিষেক, বললেন, মানুষই…

বাংলা হান্ট ডেস্কঃ হোলির দিন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার বাড়ি থেকে একগাদা পোড়া নোট উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় দেশ। বিশাল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো ঢি ঢি পড়ে গিয়েছে চারিদিকে। বিচারপতি যশবন্ত বর্মার বাংলা থেকে এই নগদ টাকার বিশাল পাহাড় উদ্ধার হওয়ার ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নগড়কাণ্ডে কি প্রতিক্রিয়া অভিষেকের (Abhishek Banerjee)

বিচার ব্যবস্থার বেহাল দশা নিয়ে আগেও সরব হয়েছেন তিনি (Abhishek Banerjee)। আর এবার দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে একগাদা পোড়া নোট উদ্ধার হওয়ার ঘটনায় কটাক্ষের সুরে অভিষেক বলেছেন, ‘মানুষই দেখুক,বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা!’

আরও পড়ুন: ‘আমি নই, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ..,’ দিলীপ ঘোষকে নিয়ে এবার যা বললেন শুভেন্দু! শোরগোল শুরু

উলেখ্য হোলির দিন দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লেগে গিয়েছিল। সেই আগুন নেভাতে গিয়েই তাঁর বাড়িতে প্রচুর নগদ টাকার দেখতে পান দমকল কর্মীরা। এই ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় দেশ। একজন কর্তব্যরত বিচারপতির বাড়িতে এত নগদ টাকা এলো কোথা থেকে? ওই বিপুল ধনরাশির উৎস কি? এমনই একাধিক প্রশ্ন উঠলেও বিচারপতি বা তাঁর বাড়ির কোনও সদস্য তার সঠিক উত্তর দিতে পারেননি।

বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় এদিন মুখ খুলেছিলেন অভিষেকও (Abhishek Banerjee)। সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন তিনি। সেখানেই তৃণমূল নেতা বললেন,’মানুষ দেখুক কী অবস্থা। যাঁদের উপর বিচারব্যবস্থার ভার, তাঁদের বাড়িতেই কাড়ি কাড়ি টাকা উদ্ধার। বিচারব্যবস্থার কী করুণ দশা!’

What did Abhishek Banerjee in say in Trinamool Congress mega meeting

হাইকোর্টের ওই  বিচারপতির বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। জানা যাচ্ছে,জাস্টিস যশবন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিপোর্টও জমা দিয়েছেন দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়। নজিরবিহীনভাবে সেই রিপোর্ট আপলোড হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। সেখানে দেখা গিয়েছে পোড়া নোটের স্তূপ রয়েছে বিচারপতি যশবন্তের বাসভবনে। জানা গিয়েছে, বিচারপতির বাংলোর গুদামে রাখা ছিল ছিল বিপুল নোটের তাড়া। যা আগুন লাগার পর পুড়ে ছাই হয়ে যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর