কালো টি-শার্ট অতীত, এবার সাদা জামা গায়ে ইডি দফতরে অভিষেক! রঙ-বদলে বিশেষ কী বার্তা?

বাংলা হান্ট ডেস্ক: ইডি দফতরে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সকাল ১১টা ৬ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ঢুকলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে ঠিক সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ বের হন অভিষেক। সকল কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন, করজোড়ে নমস্কারও করেন তিনি। এরপরই সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন। উল্লেখ্য, ৭ তারিখ জন্মদিনের পরেই জানা যায়, অভিষেককে ফের তলব করা হয়েছে।

এদিন ইডি দফতরে (ED) ঢোকার সময় যদিও কোনও মন্তব্য করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর ঢুকে যায়, তাঁর কনভয়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামা নিয়ে প্রশ্ন উঠেছিল রাজ্য-রাজনীতিতে। বলা হয়েছিল, তিনি কেন্দ্রীয় সংস্থা তলব করলে সেখানে হাজিরা দিতে গেলে কালো রং-এর জামা বা টি-শার্ট পরে যান। এই নিয়েও জলঘোলা হওয়ায় মেজাজও হারান অভিষেক। কিন্তু এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরনে ছিল সাদা রঙের বস্ত্র। সাদা জামা (White Shirt) পরে ইডি দপ্তরে ঢুকতে দেখা যায় অভিষেককে।

উল্লেখ্য, গত ছয় মাসে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এই নিয়ে ষষ্ঠ বার তলব করা হয়েছে অভিষেককে। যার মধ্যে একবার তলব করেছিল সিবিআই (CBI) এবং পাঁচবার ইডি।

abhishek ed

২০ মে হাজিরা দিয়েছিলেন অভিষেক। এরপর যদিও ১৩ জুন ফের তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু পঞ্চায়েত ভোটের ব্যস্ততা দেখিয়ে তিনি হাজির হননি। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন হাজিরা দিয়েছিলেন তিনি। এরপর ৩ এবং ৯ অক্টোবর অভিষেককে ফের ডাকে ইডি। এবার এদিন ফের তলব। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে কী হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর