সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, গরু পাচার মামলায় হয়েছিল আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্টের পর সর্বোচ্চ আদালতেও খারিজ হয়েছে তাদের আবেদন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিসকে চ্যালেঞ্জ করে অভিষেক-রুজিরার করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কয়লা পাচার মামলায় নয়া দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সমন পাঠানো হয়েছিল অভিষেক ও রুজিরাকে। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক ও রুজিরাকে তলব করেছিল দিল্লিতে। ইডি তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। তবে সুরাহা হল না। সোমবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড তথা লোকসভা সাংসদের আর্জি খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত।

অভিষেক ও রুজিরার আর্জি ছিল ইডি দিল্লিতে কেন তাদের তলব করেছে। যাতে কলকাতায় তলব করা হয় সেই আর্জি জানানো হয়েছিল। অন্যদিকে ইডির দাবি, নিরাপত্তার কারণে তাদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার বদলে দিল্লিতে তলব করা হয়েছিল।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে অভিষেক মামলা ওঠে। অভিষেক ও রুজিরার হয়ে সওয়াল করেন কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ। তবে অভিষেক ও রুজিরার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

Supreme Court

আরও পড়ুন: হু হু করে বাড়বে বেতন, পুজোর আগেই পোয়া বারো সরকারি কর্মীদের, এল বিরাট আপডেট

এর আগে ২০২২ সালে এই মামলা হলে শীর্ষ আদালতের নির্দেশে, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। গত বছরের ২২ সেপ্টেম্বর কয়লা পাচার-কাণ্ডে ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে কলকাতার বদলে অভিষেককে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল তদন্তকারী সংস্থা। ওদিকে অভিষেকের আইনজীবী সেই নিয়ে প্রশ্ন তুলেছিল আদালতে। এদিন সবদিক খতিয়ে দেখে অভিষেক রুজিরার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর