আমেরিকার হাসপাতালে অভিষেকের চোখে অস্ত্রোপচার, ছবি শেয়ার করে জানালেন কুণাল

বাংলাহান্ট ডেস্ক : চোখের চিকিৎসার কারণে আমেরিকার (US) জন্‌স হপকিন্‌স হাসপাতালে এখন ভর্তি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাঁদিকের চোখের সমস্যা নিয়ে অনেক দিন ধরেই ভুগছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর সেই চোখে আরও একবার অস্ত্রোপচার হল। আপাতত তিনি রয়েছেন জন্‌স হপকিন্‌স হাসপাতালের চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে। শনিবার টুইট করে এই তথ্য জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

টুইটারে অভিষেকের বাঁ’চোখের একটি ছবি দিয়ে কুণাল লিখেছেন, ‘যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকি তার চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভালো করে ছবিটি দেখুন। ওর চোখের আজকের অবস্থা।
একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ছিল অভিষেক। চোখে ভয়ঙ্কর চোট। কলকাতায়, ভারতের অন্যত্র চিকিৎসা করিয়েছে। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়, মাথা যন্ত্রণা শুরু হয়, কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আরেকবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক।’

২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় অভিষেকের গাড়ি। দুমড়ে-যাওয়া গাড়ি থেকে অভিষেককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সেই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ’চোখের নীচের হাড়টি ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ছিলেন। চিকিৎসার কারণে তাঁকে একাধিকবার দুবাইও যেতে হয়। তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, এর আগেও একাধিক বার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসা হয়েছে সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও।

কিছুদিন আগেই অভিষেক আমেরিকার ওই হাসপাতালে চিকিৎসার জন্য যান। এই সপ্তাহেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ওই বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তৃণমূলের দলীয় সূত্রের খবর, অভিষেক অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষদিকে তিনি কলকাতায় ফিরবেন বলে জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর