হাইকোর্টে জমা পড়ল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসেব, মুখ খুললেন অভিষেক

বাংলা হান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps & Bounds) কোম্পানির ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, কয়েকদিন আগেই লিপস অ্যান্ড বাউন্স-এর ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের যাবতীয় সম্পত্তির হিসেব ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মতোই এদিন তা জমা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এদিকে ওই সংস্থার সম্পত্তির হিসেবও চেয়েছে আদালত।

এবার এই নিয়েই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে সংসদের বিশেষ অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ‘২০২১ সাল থেকে সব নথিই ওদের কাছে রয়েছে।’

এদিকে লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে ইডি আধিকারিকরা হানা দেওয়ার পরই বিতর্ক শুরু হয়েছে। ওই সংস্থার হিসেব রক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তল্লাশি চলাকালীন কোম্পানির কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির আধিকারিকরা। যেই সমস্ত ফাইলগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। এই নিয়ে লালবাজারের সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করা হয়েছে। পাল্টা হেনস্তার অভিযোগেও হাইকোর্টে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা।

l&b

এই নিয়ে শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাজ্যের তরফে বলা হয়, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশিতে কি ভুয়ো ইডি (ED) আধিকারিক যুক্ত রয়েছে? রাজ্যের সওয়াল, মাঝেমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির ভুয়ো আধিকারিক ধরা পড়ে। তবে জানতে চাওয়ায় ক্ষতি কী? ইডির পাল্টা সওয়াল, বারবার এই নিয়োগ দুর্নীতির তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। গতি স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশকে দিয়ে এই সমস্ত কাজ করা হচ্ছে। এর পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে। আমরা যখনই জানিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও তারপর থেকেই এই হয়রানি শুরু হয়েছে।’

Monojit

সম্পর্কিত খবর