বাংলা হান্ট ডেস্ক : ‘পাতাল লোক’-এর হাতোড়া ত্যাগী হোক কিংবা ‘স্ত্রী ২’-এর জানা বরাবর নিজের অভিনয়ের মধ্য দিয়েই জাত নিয়েছেন অভিনেতা পরিচালক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাপুটে এই অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন ফিল্ম ক্রিটিকরাও। ২০০৬ সাল থেকে এই পর্যন্ত ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে গড়ে-পিঠে তুলেছেন অভিষেক (Abhishek Banerjee)।
‘স্ত্রী ২’-এর সাফল্যের পরেও কীসের আফসোস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)?
তিনি দর্শকদের নজরে আসতে শুরু করেন ২০১৮ সালের সিনেমা ‘স্ত্রী’থেকে। তবে ২০২০ সালে অনুষ্কা শর্মা প্রযোজিত ‘পাতাল লোক’ সিনেমায় অভিষেক (Abhishek Banerjee) অভিনীত হাতোড়া ত্যাগীর চরিত্রটি ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। নিজের অভিনয় গুণেই সারা দেশে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেতা।
সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’-তেও পেয়েছেন বিরাট সাফল্য। মুক্তির পর থেকেই ‘স্ত্রী ২’ ঝড় তুলেছিল বক্স অফিসে। রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপ্রশক্তি খুরানা, শ্রদ্ধা কাপুরের মত এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের পাশেই নিজের অভিনয়ের দাপট দেখিয়েছেন অভিষেক। বর্তমানে এই ছবিটি বলিউডের দ্বিতীয় আয়কারী হিন্দি সিনেমা।
কিন্তু এত সাফল্যের পরেও অভিষেকের গলায় শোনা গেল আফসোসের সুর। আর অভিনেতার এই আফসোস হলো দর্শকদের ভালোবাসা নিয়ে। অভিষেকের কথায়, ‘যখন অভিনয় শুরু করি তখন আমরা শুধু দর্শকদের ভালোবাসা পাওয়ার অপেক্ষাতেই থাকি। দর্শকদের ভালোবাসা পাওয়ার মধ্যেই থাকে এক আলাদা তৃপ্তি। কারণ দর্শকরা কি বলছেন সেটাই আসল। বাকিরা কি বলছেন তা দিয়ে কিন্তু কাজ পাওয়া যায় না।’
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলিকে অশালীন ভাষায় আক্রমণ! সিনেবাপের নামে অভিযোগ সাইবার ক্রাইমে
এ প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ‘সমালোচকরা অসাধারণ বললেও, যখন দেখি যাদের জন্য এত কষ্ট করলাম সেই দর্শকরাই পাশে নেই তখন কেমন যেন একটা লাগে।’ এর পরেই অভিনেতা বলেন, ‘সত্যি কথা বলতে কি সমালোচকদের প্রশংসায় পেট ভরে না। সমালোচকরা যতই প্রশংসা করুক না কেন প্রযোজকরা তখনই আপনাকে কাজ দেবেন যখন দর্শক আপনার প্রশংসা করবেন। যদি আমি দর্শকদের মন জয় করতে না পারি তাহলে প্রযোজকরা কাজ দেবেন না। দর্শক যদি অভিনয়ের প্রশংসা করেন তখন আমার মত শিল্পীরা মন থেকে আনন্দ পায়। আর এটা একেবারে অন্য ধরনের আনন্দ এই আনন্দের সাথে অন্য কোন কিছুরই তুলনা হয় না।’
আসলে অভিষেক মনে করেন সমালোচকদের প্রশংসা তাঁদের ব্যক্তিগত মতামত হয়ে থাকে। কিন্তু একজন অভিনেতার জীবনে একমাত্র সাফল্য তখনই আসে যখন আপামর দর্শকদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই অভিষেক জানিয়েছেন তাঁর জীবনে এমন একটা সময় ছিল, যখন তিনি প্রশংসা পেয়েছেন কিন্তু দর্শকরা তাঁর অভিনয় দেখেননি।