বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এখন থেকেই ভোটযুদ্ধের জমি প্রস্তুত করতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের অন্যতম লড়াকু সৈনিক তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ ২৭ ফ্রেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক থেকে একের পর এক ঝাঁঝালো মন্তব্যে হুঙ্কার ছাড়লেন অভিষেক। দলের সর্বস্তরের এই কর্মিসভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়ে একেবারে শুরুতেই মাঠের বাইরে পাঠালেন অভিষেক।
বেসুরোদের উদ্দেশে বিরাট হুঙ্কার অভিষেকের (Abhishek Banerjee)
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন জোর গলায় দাবি করলেন বাংলাকে বঞ্চনার জন্যই লোকসভা ভোটে বিজেপির (BJP) স্কোর ১৮ থেকে ১২-তে নেমে এসেছে। বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেলন, সন্দেশখালি থেকে আরজি কর, বাংলাকে ছোট করার জন্যই নাকি একের পর এক চক্রান্ত করেছে তারা।
দলের সর্বস্তরের কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee) । তাঁর কথায়, ‘ছাব্বিশের লড়াইতে ঝাঁপিয়ে পড়তে হবে। যতবার লড়েছি, বিজেপিকে গোহারা হারিয়েছি। ২০২১ সালে পেয়েছিলাম ২১৪ টি আসন। আর এবার ২১৫-এর বেশি আসন নিয়ে যাতে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, তা নিশ্চিত করতে হবে।’ একইসাথে তাঁর দাবি, বিজেপির কাছে টাকা, ইডি, সিবিআই থাকলেও নেই , তৃণমূলের মতো কর্মী।
আসন্ন নির্বাচনে সব ভেদাভেদ ভুলে এগিয়ে আসার বার্তা দিয়ে অভিষেক (Abhishek Banerjee) বললেন, ‘লড়াই নিজের কাঁধে তুলে নিয়ে অতন্দ্র প্রহরীর মতো নামতে হবে।’ সব তবে হোয়াটসঅ্যাপ রাজনীতি না করে মাঠে নামার বার্তা দিয়েছেন তিনি। একইসাথে হুঙ্কার দিয়েছেন, দলের বিরুদ্ধে চক্রান্ত করলেই আক্রান্ত হতে হবে।
দলের বেসুরোদের কড়া বার্তা দেওয়ার সময় মুকুল রায়, শুভেন্দু অধিকারীর কথাও উঠে এল অভিষেকের (Abhishek Banerjee) ব্যক্তব্যে। তিনি বললেন, ‘দলের অনেকে সংবাদমাধ্যমে ভেসে থাকার জন্য শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিধায়ক, মুখপাত্র, সাংসদ হিসেবে ক্ষমতা দেখানোর জন্য এসব করতে গিয়ে যারা দলকে ছোট করেছেন, তাঁরা ভালোই করেছেন। এবার এদের চিহ্নিত করে ল্যাজে গোবরে করার দায়িত্ব আমার।’ এরপরেই তিনি মনে করিয়ে দেন, ‘মুকুল রায়, শুভেন্দু অধিকারীর আসল রূপ দেখিয়েছিলাম, চিহ্নিত করেছিলাম।’
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে প্রভাবশালীর হাত? সামনে কোন প্রমাণ? এ বার বড় পদক্ষেপ
প্রসঙ্গত গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে এক জনৈক ‘অভিষেক ব্যানার্জী’র নাম উল্লেখ করে শোরগোল ফেলে দিয়েছিল সিইবিআই। এবার ওই চার্জশিট নিয়ে মুখ খুললেন অভিষেক। বললেন, ‘খবরে বলছে, অভিষেকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে ২ বার আমার নাম। সিবিআইয়ের ভয় দেখে ভালো লাগছে। বিজেপির মতো ইডি সিবিআইও ভাববাচ্যে কথা বলছে। আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’
সংবাধ্যমকেও নিশানা করে অভিষেক বলেছেন, ‘বলা হচ্ছে অভিষেক নাকি বিজেপিতে যাবেন, গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। বলা হচ্ছে বাংলায় নতুন দল গড়া হবে, কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিক এসব করছে।’