হঠাৎই পদযাত্রা বাতিলের সিদ্ধান্ত অভিষেকের! মালদার ‘বেচাল’ নেতাদের ধমক ‘অন্য পথ বেছে নিন’

বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ঘুরছেন বিভিন্ন জেলায়। আজ এই কর্মসূচির একাদশতম দিন ছিল। কিন্তু এদিন আচমকাই নিজের পদযাত্রা কর্মসূচি বদল করে ফেললেন তিনি। পদযাত্রা বাতিল করে তিনি বৈঠকে বসলেন মালদার (Malda) জেলা নেতাদের সাথে।

বৈঠকের শেষে অবশ্য সবাই এই ব্যাপারটিকে অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছেন। তৃণমূল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, যে সকল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাদের কড়া ধমক দিয়েছেন অভিষেক। এমনকি এই বৈঠকে অভিষেক বলেছেন যারা ব্যক্তিগত স্বার্থের জন্য তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) করছেন তারা অন্য পথ বেছে নিতে পারেন।

প্রাথমিকভাবে ঠিক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানা এলাকায়। কিন্তু আচমকা এই পদযাত্রা বাতিল করে অভিষেক জানান, তিনি বৈঠকে বসতে চান জেলার সব নেতাদের সাথে। তৃণমূলের জেলা কমিটি, সমস্ত শাখা সংগঠনের সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক ও বুথ সভাপতিদের উপস্থিত হতে বলা হয় সেই বৈঠকে।

দুপুর ১২ঃ১৫ নাগাদ শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠক ২ ঘণ্টা মতো চলে। তবে এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে কোনও নেতা মুখ খুলতে চাননি। সবাই এক সুরে সুর মিলিয়ে বলছেন এটি দলের অভ্যন্তরীণ বিষয়। তাই প্রকাশ্যে সংবাদমাধ্যমে কিছু বলা যাবে না। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গলাতেও শোনা গিয়েছে একই সুর।

abhishek 2

তবে তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে অভিষেক প্রকাশ্যে ধমক দিয়েছেন কয়েকজন বিধায়ক ও ব্লক সভাপতিকে। সম্প্রতি মালদায় একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। অভিষেক নির্দেশ দিয়েছেন দ্রুত সব গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে ফেলতে হবে। এমনকি আগামী এক সপ্তাহে ১৫ টি আলাদা ব্লকে বৈঠক করে রিপোর্ট জমা দিতেও বলেছেন অভিষেক।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর