বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps & Bounds) সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি (ED)। কিন্তু তিনি এখন দিল্লিতে (Delhi) কর্মসূচিতে ব্যস্ত। কলকাতায় ইডির দপ্তরে হাজিরা দেবেন না বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। এদিকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, কোনওভাবেই যাতে ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। তার জন্য যে কোনও ধরনের পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সংস্থা।
এদিকে ইজি হাজিরা এড়াতে এবার কৌশলী পদক্ষেপ নিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার ইডি হাজিরা এড়ানোরও আবেদন জানানো হয়েছে ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
অভিষেকের আইনজীবীর তরফে বলা হয়েছে, যে মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই ধরনের পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে তাঁর মক্কেল সরাসরিভাবে যুক্ত নন। কিন্তু বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তাতে অভিষেকের অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করা হয়েছে। এমনকী, তাঁর আরও বক্তব্য, তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি।
অভিষেকের আইনজীবী আরও জানিয়েছেন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডি অভিষেককে মঙ্গলবার তলব করেছে। কিন্তু তিনি জনপ্রতিনিধি। তাঁর দলের কর্মসূচি রয়েছে, যা পূর্ব ঘোষিত। এ ছাড়াও যে সমস্ত নথি অভিষেকের কাছে চাওয়া হয়েছে, সেগুলি অনেক পুরোনো, তা জোগাড় করতে আরও কিছুটা সময় দরকার। এই সমস্ত কারণ নিয়ে হাজিরা এড়াতে চেয়েছেন অভিষেক। এবার দেখার ডিভিশন বেঞ্চের এই মামলার জল কতদূর গড়ায়। কী রায় দেন বিচারক এখন সেই দিকেই নজর গোটা রাজনৈতিক মহলের।