নওশাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক! কি হল হঠাৎ?

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ গত ৩ এপ্রিল লোকসভার সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বিরাট তোলপাড়। এই বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন সংখ্যালঘুরা। এরই মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু কেন? জানা যাচ্ছে ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটির দিন অভিষেক লোকসভায় উপস্থিত ছিলেন না, বলে দাবি করেছেন নওশাদ। তাঁর এই মন্তব্যের যথাযথ ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।

কি বলা হয়েছে অভিষেকের (Abhishek Banerjee) পাঠানো নোটিশে?

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নোটিশ পাঠিয়ে দাবি করা হয়েছে ভোটাভুটি নিয়ে নওশাদের তোলা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। এছাড়া ওই নোটিশ পাওয়ার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিধায়ককে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি তাঁর বিবৃতি প্রত্যাহার না করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেকের আইনজীবী।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নানা ইস্যুতে সরগরম রাজ্য-রাজনীতি। এরইমধ্যে ওয়াকফ বিল নিয়েও তোলপাড় রাজ্য। এই আবহে ওয়াকফ-ভোটাভুটিতে অভিষেকের (Abhishek Banerjee) গরহাজির থাকার বিষয়ে প্রশ্ন তুলে তৃণমূলের রোষের মুখে পড়লেন নওশাদ। অভিষেকের আইনজীবীর দাবি, ‘আমার মক্কেল ওই বিলটি পাশের বিরোধিতা করেন এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন। আপনার করা মন্তব্য প্রত্যাহার করুন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিবৃতির ব্যাখ্যা দিন। অন্যথায় আমার মক্কেল কঠোরতম আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।’

আরও পড়ুন: তখন শুভেন্দু তৃণমূলে…! ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার ‘বেফাঁস’ কল্যাণ

প্রসঙ্গত গত ৩ এপ্রিল লোকসভার সংশোধনী বিল পেশ হয়েছে ওই সময় ওই সময় লোকসভার টিভির লাইভ ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখতে না পেয়ে তাঁর উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নওশাদ সিদ্দিকী।

What did Abhishek Banerjee in say in Trinamool Congress mega meeting

কী বলেছিলেন নওশাদ?

সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে নওশাদ বলেছেন, ‘৩ এপ্রিল অভিষেক সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিও চালিয়ে দেখলাম তাঁকে আমি খুঁজে পাইনি। ভাবছি সংসদের তৃণমূলের কজন সাংসদ উপস্থিত ছিলেন? এবং ক’জন উপস্থিত ছিলেন না। আমিও দেখছি তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে? তারপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে কি ব্যবস্থা করতে হয় সেটাও আমি দেখাবো।’ তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে আইনি নোটিশ পাওয়ার পর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি আইএসএফ বিধায়ক।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X