সুকান্তর ফোন নাম্বার ফাঁস করলেন অভিষেক, বললেন … ‘ওকে ফোন করে টাকা চান’

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল সরকার একাধিকবার কেন্দ্রের বিরূপ আচরণ নিয়ে সরব হয়েছে। ১০০ দিনের কাজের টাকা আদায়ের জন্য কিছুদিন আগেই দিল্লিতে হুলস্থুল কান্ড ঘটিয়েছে তৃণমূল। এরপর রাজ্যপালের সাথে দেখা করার জন্য রাজভবনে গিয়ে আন্দোলনে সরব হন তৃণমূল নেতাকর্মীরা। রাজ্যপালের দেখা না পেয়ে রাজভবনের সামনেই ধর্নায় বসেন তৃণমূল নেতৃবৃন্দ।

এবার ১০০ দিনের কাজের টাকা আদায়ের নতুন পন্থা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে ১০০ দিনের কাজের টাকা আদায়ের পরামর্শ দিলেন। রাজভবনের সামনের ধর্নামঞ্চ থেকেই অভিষেকের নির্দেশে সুকান্ত মজুমদারের ফোন নম্বর বিলি করলেন রাজিব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধর্না আজ তৃতীয় দিনে পড়েছে।

আরোও পড়ুন : সিকিম ট্যুর ক্যান্সেল না করার আর্জি, ভিন্ন পথের খোঁজ দিল দার্জিলিং পুলিশ, দেখুন নতুন রুট

এদিকে, সুকান্তর ফোন কলের একটি বক্তব্যকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে শোনান সুকান্ত মজুমদারের একটি কল রেকর্ড। সেই কল রেকর্ডে সুকান্ত দাবি করেছিলেন, প্রস্তুত আছে ২০০০ কোটি টাকা। একটা ফোন করলেই চলে আসবে ১০০ দিনের টাকা। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজ কলকাতায় এসেছেন।

আরোও পড়ুন : কোন মন্ত্রবলে দোলনকে খুশি রাখেন দীপঙ্কর? এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা

বিজেপি নেতৃত্ব পরামর্শ দিয়েছে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে তৃণমূল নেতৃত্বের বৈঠক করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন, “রাজভবনে বৈঠক করার অনুরোধ জানাচ্ছি নীরঞ্জন জ্যোতিকে। আমাদের আপত্তি নেই। ৯৬ ঘণ্টার মধ্যে মাথানত করতে হয়েছে আপনাকে। আজ জ্যোতি এসেছে। কাল গিরিরাজ আসবে। পরশু মোদি আসবে। তারপর আসবে বাংলার টাকা।”

সুকান্ত মজুমদারের এই কল রেকর্ডকে উদ্বৃত্ত করে অভিষেকের বক্তব্য, “রাজীব বন্দ্যোপাধ্যায় তো গিয়েছিলেন বিজেপিতে। সুকান্তর নম্বর আছে ওর কাছে। আমি রাজীবকে বলছি সবাইকে এই নম্বরটা জানান। ফোন করে বলুন অনেক ক্ষমতা রয়েছে আপনার। ফোন করতে বলব কুড়ি লক্ষ মানুষকে। রেকর্ড করুন সেই কল। তারপর সেটা ফেসবুকে দিন।”

abhishek banerjee delhi

এরপর এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে নিজের বক্তব্য পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স প্ল্যাটফর্মে অভিষেক লেখেন, “মোদির আমলে মনরেগা প্রকল্পে নতুন নামকরণ হয়েছে। মনরেগার আদ্যাক্ষর অনুযায়ী- মোদি গভর্নমেন্ট নেগলেকটিং রুরাল এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যাসপিরেন্ট।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর