বাংলা হান্ট ডেস্কঃ নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ব্যাপক সক্রিয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর উদ্যোগেই আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা। মাত্র পাঁচ দিন হয়েছে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয় ক্যাম্প’-এর (Sebaashray) বিনামূল্যের চিকিৎসা পরিষেবা। এরই মধ্যে গত পাঁচ দিনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ।
সেবাশ্রয়ের সাফল্যে আপ্লুত অভিষেক (Abhishek Banerjee)!
বিনামূল্যের চিকিৎসা পরিষেবার পাশাপাশি দেওয়া হয়েছে বিনামূল্যের ওষুধও। শুধু তাই নয়, প্রয়োজন মতো বহু রোগীকে রেফার করা হয়েছে স্পেশাল হাসপাতালেও। রাজ্যবাসীর কাছে এই সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পেরে আপ্লুত খোদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজেও। বৃহস্পতিবার তিনি নিজে সশরীরে হাজির হয়েছিলেন ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে। সেখান থেকেই তিনি নিজে হাতে উদ্বোধন করেছিলেন এই প্রকল্পের।
সেবাশ্রয় উদ্বোধনের শুরুর দিন থেকেই অভিষেক (Abhishek Banerjee) আশাবাদী ছিলেন এই প্রকল্পের মাধ্যমে তিনি বহু মানুষের কাছে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারবেন। একই সাথে দিন তিনি আশা প্রকাশ করেছিলেন করোনাকালে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে ‘ডায়মন্ড হারবার মডেল’ যেমন সারাদেশে নজির তৈরি করেছিল এই সেবাশ্রয় প্রকল্পের হাত ধরেও সারাদেশে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
আরও পড়ুন: ‘নাম না করেই বাংলাদেশকে…’ জল-পাহারায় বিরাট নির্দেশ মমতার
প্রতিদিন কত রোগী আসছেন সেবাশ্রয়য়ে? কতজনের চিকিৎসা করা হচ্ছে? কিংবা কত জনকে অন্যত্র রেফার করা হয়েছে? সেই পরিসংখ্যান নিজেই জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সেই তথ্য তুলে ধরে তিনি। জানিয়েছেন গত পাঁচ দিনে সেবাশ্রয় ক্যাম্পের ৪১ টি ক্যাম্প থেকে চিকিৎসা পরিষেবা পেয়েছেন মোট ৫৮ হাজার ৫৮২ জন। বিনামূল্যের চিকিৎসা পরিষেবার পাশাপাশি মোট ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
#Sebaashray has reached the halfway mark in Diamond Harbour Assembly Constituency, and the results are undeniable:
🩺 41 health camps have provided 58,582 individuals with free, high-quality medical care
🔬 32,067 diagnostic tests conducted
💊 30,049 people received free… pic.twitter.com/TRMRedPxzM— Abhishek Banerjee (@abhishekaitc) January 6, 2025
রোগ বুঝে ১ হাজার ৩৩২ জন রোগীকে রেফার করা হয়েছে স্পেশাল হাসপাতালে। সবমিলিয়ে গোটা ডায়মন্ড হারবার জুড়ে ব্যাপক সাড়া পেয়েছে এই সেবাশ্রয় প্রকল্প। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয়ের মোট ৪১ টি শিবির চলার পর অন্যান্য ৬ টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজ, বজবজ, এবং মহেশ তলায় গড়ে ৪০ থেকে ৪৫টি করে এই শিবির চলবে। জানা যাচ্ছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে মোট ১০ দিন করে ক্যাম্প বসবে। সমস্ত বিধানসভায় ৭০ দিন ধরে শিবির চলার পর আগামী ১৬ থেকে ২০ মার্চ ৫ দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প।