বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। বিগত কয়েক বছরে জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তাঁকেই রাজ্যের ‘ফুল টাইম’ পুলিশমন্ত্রী করার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক।
অভিষেককে (Abhishek Banerjee) পুলিশমন্ত্রী হিসেবে দেখতে চান শাসকদলের কোন বিধায়ক?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরজি কর কাণ্ডের আবহে বিরোধীদের তরফ থেকে একাধিকবার ফুলটাইম স্বাস্থ্যমন্ত্রীর দাবি তোলা হয়েছিল। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর সামলান। এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে ফুলটাইম পুলিশমন্ত্রীর দাবি শোনা গেল।
হুমায়ুনের (Humayun Kabir) বক্তব্য, ২০২৬ বিধানসভা ভোটে জয়ী হয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডেপুটি করা হোক অভিষেককে। সেই সঙ্গেই রাজ্যের পুলিশমন্ত্রী হিসেবেও অভিষেককে দেখার দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক। হুমায়ুন বলেন, ‘ফুলটাইমের একজন পুলিশমন্ত্রী থাকলে, তাঁর নজর এড়িয়ে কোনও অপরাধ সংগঠিত হবে না বলে আমার মনে হয়’।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে সুরতহাল নিয়ে ‘বিতর্ক’! আজ ডাকা হবে ‘সেই’ ৩ সাক্ষীকে…
এখানেই না থেমে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক আরও বলেন, ‘অনেক সময় মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, ইচ্ছা থাকলেও আমরা যোগাযোগ করতে পারি না। নিজেদের আবেদন নিবেদন নিয়ে সময় মতো পৌঁছতে পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকখানি দায়িত্ব নিলে, বাংলার মানুষ অনেকটা উপকৃত হবে’।
পুলিশমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে পারছেন না! বিরোধীদের তরফ থেকে যে দাবি তোলা হয়, তাহলে কি অভিষেককে (Abhishek Banerjee) পুলিশমন্ত্রী করার কথা বলে পরোক্ষভাবে সেই দাবিকেই সমর্থন করলেন হুমায়ুন? দেখা দিয়েছে এই প্রশ্ন। নিজের বক্তব্যের স্বপক্ষে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, ‘যোগ্য উত্তরসূরি যখন রয়েছে, তাঁদের মধ্যে যে কম্বিনেশন রয়েছে, তাতে অভিষেক যদি ডেপুটি সিএম হয়, স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলার মানুষের ভালো হবে, দলেরও মঙ্গল হবে’।