বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে উৎসবের মেজাজ। দেবীর বোধনের আগেই বিভিন্ন মন্তব্যের ভিড় উপচে পড়ছে। এদিকে বুধবার চতুর্থীর দিন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে (Diamond Harbour) জনসংযোগ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে পুজোর উপহার তুলে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বিড়লাপুরে (Birlapur) বুধবার পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচি থেকে বলেন, ‘মানুষ যাঁর সঙ্গে থাকে, তাঁকে পৃথিবীর কোনও শক্তি পরাজিত করতে পারে না। তাঁকে কেউ হারাতে পারে না। কোনও কুৎসা, কোনও চক্রান্ত, কোনও ষড়যন্ত্র, কোনও স্বৈরাচারী শক্তি, কোনও দানব, কোনও অশুভ শক্তি তাঁর পিছনে লেগে থাকলেও স্পর্শ করতে পারে না। অন্য রাজনৈতিক দল যারা আমার সঙ্গে লড়াই করছে, তাদের কাছে সব আছে। টাকা-পয়সা, অর্থবল, ক্ষমতা, কেন্দ্রীয় এজেন্সি (Central Agency), মিডিয়া (Media), ইনকাম ট্যাক্স (Income Tax), ইলেকশন কমিশন। তৃণমূলের কাছে শুধু মানুষ রয়েছে, এছাড়া কিছু নেই।’
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলার মানুষ কোনওদিন বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করেনি। আগামী দিনেও করবে না। যে পাশে থাকবে, তাকেই ভোট দিন। অনেক চেষ্টা হচ্ছে, বাংলাকে ভাতে মারার। তৃণমূলকে দমিয়ে রাখতে পারেনি। গায়ের জোরে মোদী সরকার (Modi Government) আপনার টাকা আটকে রেখেছে। ৬ মাসের মধ্যে আপনার টাকা আদায় করবই। দিওয়ালির পর রাজনৈতিক লড়াই শুরু হবে। বাংলাতে ধর্মযুদ্ধ লাগানোর অনেক চেষ্টা হয়েছে।’
সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই নিয়ে অভিষেক বলেন, ‘যে দুর্গাপুজো নিয়ে বিজেপি বলেছিল বাংলায় পুজো হয় না, তাদেরকেই বাংলায় এসে পুজো উদ্বোধন করার জন্য ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। অনেক চেষ্টা হয়েছিল বাংলায় ধর্মযুদ্ধ লাগানোর।’