‘সরকারের রোষানলে পড়ার ভয়ে …’ মনমোহন সিং-এর প্রয়াণ নিয়ে সেলেবদের বিঁধলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। কিন্তু তাঁর প্রয়াণে কোন উচ্চবাচ্য নেই দেশের তথাকথিত আইকনদের। আর এই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সেলেবদের ওপর ক্ষোভ উগরে দিলেন অভিষেক (Abhishek Banerjee)

ইতিমধ্যেই মনমোহন সিংয়ের শেষকৃত্যের স্থান নির্বাচন নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ উঠেছে চরমে। এমন সময় রবিবার দুপুরেই নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই পোস্টের পরতে পরতে রয়েছে তথাকথিত আইকনদের প্রতি তীব্র সমালোচনা।

মনমোহন সিংয়ের মৃত্যুর পর গোটা ক্রীড়া জগত থেকে শুরু করে বিনোদন জগতের তারকা কেউই মুখে কোন শব্দ উচ্চারণ পর্যন্ত করেননি। এবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন তৃণমূলের আভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পোস্টের শুরুতেই অভিষেক লিখেছেন,’ক্রীড়া এবং চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা মুখে কুলুপ এঁটেছেন। এটা একইসঙ্গে শকিং এবং বেদনার। অথচ এদের নাকি রোল মডেল বলে হয়ে থাকে। ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণ নিয়ে এরা কেউ কোন উচ্চবাচ্য করেননি, সেটা তাদের গুরুত্বপূর্ণ বিষয় চয়ন নিয়েও অত্যন্ত অস্বস্তিকর প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন তুলছে তাঁদের দায়িত্ববোধ ও সততা নিয়েও।’

এরপরেই এদিন অভিষেক লিখেছেন, ‘সরকারের রোষানলে পড়ার ভয়েই মুখে কুলুপ এঁটেছেন এঁরা। তাঁদের আচরণ দেখে এটাই মনে হচ্ছে। আজকালকার দিনের তথাকথিত আইকনদের ক্ষেত্রেই এটা  নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জাতীয় পর্যায়ে কোনও ঘটনা ঘটলেও তাঁরা এইভাবে চুপ থাকেন।এখনই শেষ নয়! এরপর এদিন অভিষেক অতীত মনে করিয়ে দিয়ে আরও লিখেছেন, ‘যদিও এদের এই নিরুত্তাপ থাকার ধরন নতুন নয়। এই মানুষগুলিই কৃষক আন্দোলনের সময়, সিএএ-এনআরসি (বিরোধী) আন্দোলনের সময় এবং মণিপুরের চলমান দাঙ্গার সময় চুপ থেকেছিলেন।’

আরও পড়ুন: হাতে গোলাপ, এক গাল হাসি! হঠাৎ বৈঠকে কল্যাণ-যোগী, ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

সেইসাথে তিনি লিখেছেন, ‘যাঁরা এমন গুরুতর বিষয়ে চুপ থাকছেন, তাঁদের আচরণ থেকেই স্পষ্ট, তাঁরা সাধারণ মানুষের লড়াই থেকে অনেক দূরে। অথচ, আমজনতার ভালোবাসাই থেকেই তাঁরা আজ এই সম্পদ ও জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু যখন দেশের সবথেকে বেশি তাঁদের প্রয়োজন হয়, তখন তাঁদের আর পাশে পাওয়া যায় না।’

Abhishek Banerjee

একইসাথে এদিন নতুন বছর উপলক্ষে এই পোস্টে আমজনতার উদ্দেশ্যে অভিষেক বলেছেন, ‘যাঁদের কাছে কেরিয়ার ও ব্যক্তিগত আরাম, সাহস ও দায়িত্ব জ্ঞানের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, আসুন, আমরা তাঁদের মহিমান্বিত করা বন্ধ করি। পরিবর্তে আমরা তাঁদের সমর্থন করা উচিত, যাঁরা সত্যিই এই দেশ এবং এই সমাজের জন্য কাজ করেছেন। যেমন- আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, সৈনিক এবং সেইসব ব্যক্তিবর্গ – যাঁরা বৃহত্তর স্বার্থে আত্মবলিদান দিয়েছেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর