বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chaterjee) একটা ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তৃণমূলের ব্যানারের সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন বাংলা ছবির এই অভিনেতা। হিরণ অবশ্য সেই ছবি ভুয়ো বলেই দাবি করেন। আজ শনিবার দুপুরে বিধানসভার গেটে দাঁড়িয়ে সেই দাবি করে চলেন। এর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রীতিমতো হুঁশিয়ারি দিলেন হিরণ চট্টোপাধ্যায়কে।
আজ শনিবার ছ ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘দেখুন, আমি ১ মিনিটে ওঁর দাবি নস্যাৎ করে দিতে পারি। আমার ১ মিনিট লাগবে রিলিজ করতে।’ অবশ্য, অভিষেক রিলিজ বলতে স্পষ্ট করে কোনও ছবি বা ভিডিও ফুটেজের কথা বলেননি। কিন্তু পর্যবেক্ষকদের অনেকেই ধরে নিয়েছেন, যেহেতু বিতর্কটা ছবি নিয়ে তাই তেমনই কিছু বোঝাতে চেয়েছেবলন তিনি।
হিরণ চট্টোপাধ্যায় খড়্গপুরের বিজেপি বিধায়ক। তাঁর ওই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে রটে যায় ক্যামাক স্ট্রিটের গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি। জল্পনা তৈরি হয়, হিরণ দল বদল করতে পারেন। কেউ কেউ আবার বলতে শুরু করেন, বিজেপি থেকে তাহলে আরও একটা উইকেট পড়ছে? পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে পড়েন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এরপরই হিরণ দাবি করেন, ছবিটা ফটোশপ করা।
এদিন সংবাদমাধ্যমকে অভিষেক বলেন, ‘আমি যদি হিরণের জায়গায় থাকতাম তাহলে দুটো কাজ করতাম। এক, মামলা করে বলতাম আমার মানহানি করা হচ্ছে। দুই, পৃথক একটি ফৌজদারি মামলা করে বলতাম ছবি বিকৃতির তদন্ত হোক।’ তারপরেই অভিষেক বলেন, ‘আমরা অনেক কিছু রিলিজ করে দিতে পারি। কিন্তু করব না। এটুকু শিষ্টাচার বজায় রেখেই তৃণমূল রাজনীতি করে।’ এরপরই জোর জল্পনা শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে।