‘জাতীয় পতাকার অপমান করেছেন জয় শাহ’, ভিডিও দেখিয়ে অমিত-পুত্রকে তুলোধোনা অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এই ম্যাচটি ঘিরে গোটা বিশ্বে সকল ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা থাকে চরমে। শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরাজয়ের বদলা নেয় টিম ইন্ডিয়া (India)। তবে গতকাল ম্যাচের জয়োল্লাস শেষে একটি ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক!

গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের একটি ভিডিও উঠে আসতেই সমালোচনার সরব হয়েছে একাধিক মহল। এদিন তাঁর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

উল্লেখ্য, গতকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হতে থাকে, যেখানে ভারতীয় পতাকা নিতে অস্বীকার করতে দেখা যায় জয় শাহকে। এক্ষেত্রে ভারতের জয়ের পর এক ব্যক্তি তাঁকে ভারতীয় পতাকা দিতে চাইলে তিনি মাথা নেড়ে এক প্রকার বুঝিয়ে দেন যে, পতাকা তিনি নিতে চান না! এই ভিডিওটি ভাইরাল হতেই ছড়িয়ে পড়েছে বিতর্ক। মুহূর্তের মধ্যেই তাঁর এই কাণ্ডকারখানার বিরুদ্ধে সমালোচনার সরব হয় একাধিক মহল।

এদিন সেই ঘটনাকে সামনে এনে অমিত পুত্রের উদ্দেশ্যে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি টুইট করে অভিষেক লেখেন, “অমিতব্যয়ী যুবরাজ এটা হয়তো জানে না যে, জাতীয় গর্ব কাকে বলে। জয় শাহ ভারতের পতাকা নিতে অস্বীকার করলেন, এটা কোন বিক্ষিপ্ত ঘটনা হতে পারে না। আসলে বর্তমানে শাসক দল যে ভন্ডামি করে চলেছে, এটা তার প্রতীক।”

গতকালের ভাইরাল ভিডিওটি শেয়ার করে অভিষেক লেখেন, “মূল্যবোধ থেকে শুরু করে জাতীয় পতাকার গর্ব বলে কিছু নেই। জাতীয়তাবাদের প্রশ্নে অগভীর কিন্তু এরা জুমলাতে দক্ষ।”

উল্লেখ্য, গতকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছিলো চরমে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে গেলে পরবর্তীতে ব্যাটিং করতে নেমে কিছুটা চাপের মুখে পড়ে টিম ইন্ডিয়া। পরবর্তীতে বিরাট কোহলি, জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ের উপর নির্ভর করে সহজেই জয় ছিনিয়ে নেয় তারা। তবে ম্যাচ পরবর্তী অমিত পুত্রের ভিডিওটি ভারতের জয়কেও ছাপিয়ে যায়। সেটিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট যেন তারই উদাহরণ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর