নেতাজি, গান্ধীজি কি আজকের ভারতের স্বপ্ন দেখতেন? মোদী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ আজ ১৫ ই আগস্ট উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে ৭৬ তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন সকলে। একদিকে যখন লালকেল্লা থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), আবার অপরদিকে বাংলা থেকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এর মাঝে গতকাল রাত বারোটার সময় ফেসবুক লাইভে এসে কেন্দ্রকে তুলোধোনা করে ছাড়লেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, “আজকের ভারতের স্বপ্নই কি দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী?”

প্রসঙ্গত, দেশে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ থেকে শুরু করে অন্যান্য একাধিক কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্র। একইসঙ্গে সকল দেশবাসীকে প্রোফাইল পিকচারে ভারতের জাতীয় পতাকার ছবি ব্যবহারের আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী। অপরদিকে, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের ডিপি পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছেন। তবে এর মাঝে গতকাল লাইভে এসে কেন্দ্রের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। এটাই কি স্বাধীনতা? আমরা কি অমৃত কালের মধ্যে সত্যিই বসবাস করছি? এই স্বপ্নই কি গান্ধীজি দেখেছিলেন?” বর্তমানে দেশে একাধিক ইস্যুকে নিয়ে উত্তাল রাজনীতি। সেই সকল প্রসঙ্গকে হাতিয়ার করেই অভিষেক জানান, “আমি কাকে ভালোবাসবো, কার সাথে কথা বলবো কিংবা কি করব, সেটা দিল্লিতে বসে কেউ স্থির করবে না। সেটা একমাত্র আমার সিদ্ধান্ত। আমাদের খাবার আলাদা হলেও কৃষকদের প্রতি অনুভূতি এক। ভাষা আলাদা হলেও যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমরা উচ্ছ্বসিত হই।”

দেশের যুব সম্প্রদায়কে আদর্শ নিয়ে চলার আহ্বান জানান অভিষেক। তিনি বলেন, “বিভেদ মূলক শক্তির হাত থেকে আমাদের দেশকে বাঁচানো লক্ষ্য হওয়া উচিত। আমাদের দেশকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। এটাই শপথ হওয়া উচিত। যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি বলব, অন্যের কাজ না দেখে তোমরা কি করছো, সেটা ভাবো। এসো, বিদ্বেষমুক্ত ভারত গড়ে তোলা যাক।” এরপরে জয় হিন্দ, জয় ভারত, বন্দেমাতরম বলে লাইভ শেষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ad

Sayan Das

সম্পর্কিত খবর