‘দেশের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ’, কেন্দ্রকে বেনজির আক্রমণ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে অশোক স্তম্ভের উদ্বোধন ঘিরে গোটা দেশের বুকে বিতর্ক দানা বেঁধে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দ্বারা অশোক স্তম্ভের উদ্বোধনের পর এটিকে ‘সংবিধানের অবমাননা’ বলে দাবি করা হতে থাকে। পরবর্তীতে সিংহের ‘বিকৃতি’ নিয়েও সরগরম হয়ে ওঠে দেশের রাজনীতি। বিভিন্ন মহলের একাধিক মানুষ যখন কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে, সেই মুহূর্তে চুপ করে থাকলেন না তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশেষে মুখ খুললেন তিনি। তৃণমূল নেতার দাবি, “নাম থেকে শুরু করে প্রতীক, সবকিছুই বদলে দিচ্ছে। জরুরি অবস্থার থেকেও খারাপ হয়ে গিয়েছে দেশের বর্তমান পরিস্থিতি।”

গতকাল সেন্ট্রাল পার্কে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি সবকিছু বদলে দিচ্ছে। নাম থেকে শুরু করে প্রতীক, সবেতে পরিবর্তন। সারা দেশে মানুষ যখন খেতে পারছে না, তখন এরা এসব কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। এই পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ।” এছাড়াও তৃণমূল নেতার গলায় মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের খাতে কেন্দ্রের বঞ্চনার কথা উঠে আসে।

অভিষেক বলেন, “জাতীয় প্রতীকের উদ্বোধন করা হয়েছে, অথচ কেন্দ্রের তরফ থেকে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র প্রধানমন্ত্রী উদ্বোধনে গিয়েছেন। ওরা কেবলমাত্র মুখেই আদিবাসী কিংবা তফসিলি জাতিকে রাষ্ট্রপতি করার কথা বলে। কিন্তু যখন সম্মানের কথা আসে, তখন তা কাউকে দেয় না।”

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই অশোক স্তম্ভ উদ্বোধন ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। সিপিএম, তৃণমূল সহ অন্যান্য একাধিক দলগুলি প্রধানমন্ত্রীর এহেনও আচরণকে সংবিধানের অবমাননা বলে দাবি করে এসেছে। পরবর্তীতে সিংহের ‘বিকৃতি’ নিয়েও মুখ খোলেন অনেকে আর এবার সেই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক।

modi abhishek
অভিষেক ব্যানার্জী/Abhishek Banerjee

গতকাল একুশে জুলাই সম্পর্কেও মন্তব্য করতে শোনা যায় তৃণমূল নেতাকে। সূত্রের খবর, গত দু’বছর করোনা মহামারীর কারণে জনসমক্ষে ‘একুশে জুলাই’ পালিত হয়নি, সেই কারণে এ বছর ধুমধাম করে পালিত হতে চলেছে শহীদ দিবস। এক্ষেত্রে বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ আসার পাশাপাশি তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়ে গিয়েছে। গতকাল সেই সকল আয়োজন দেখতে সেন্ট্রাল পার্কে পৌঁছে যান অভিষেক। তাঁর দাবি, “করোনার সকল নিয়ম মেনে আয়োজন করা হচ্ছে। এক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া ছাড়াও সকলের খেয়াল রাখা হবে।” ফলে বর্তমানে সকলের নজর যে একুশে জুলাইয়ের দিকেই রয়েছে, তা বলাবাহুল্য।


Sayan Das

সম্পর্কিত খবর