বাংলা হান্ট ডেস্ক: দিল্লি যাওয়ার আগে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ২০ জন দুর্নীতি (Corruption) করলে তাদের শাস্তি দেওয়া হোক, তার জন্য কোটি কোটি মানুষকে কেন বঞ্চিত করা হচ্ছে, সেই প্রশ্নই তুললেন তিনি।
রবিবার দিল্লির (Delhi) কর্মসূচিতে যাওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে শনিবার দুপুরে ফেসবুক লাইভে (Facebook Live) মোদীর উদ্দেশে অভিষেক বলেন, ‘আপনি যদি ভাবেন বোতাম টিপে গরিব মানুষের টাকা বন্ধ করবেন, তা হলে আগামী দিনে মানুষও বোতাম টিপে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। ২০ জন যদি দুর্নীতি করে থাকে, তা হলে তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু তাদের জন্য কোটি কোটি মানুষকে বঞ্চিত হতে হবে কেন?’
এরই পাশাপাশি এদিন ইডির (ED) তলব, ট্রেন বাতিল (Train Cancelled) করে কর্মসূচি ভেস্তে দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বলেন, ‘ট্রেন বাতিল করে, ইডিকে দিয়ে সমন পাঠিয়ে তৃণমূলকে রুখে দেওয়া যায় না! কর্মসূচি যখন হবে বলেছি, তখন হবেই।’
সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সাংসদ। দিল্লির ধর্না কর্মসূচিতে গরিব মানুষের গায়ে আঁচড় লাগলে দেখে নেবেন বলেও মন্তব্য তাঁর। অভিষেক বলেছেন, ‘৩ তারিখ যদি দিল্লিতে একজনও গরিব মানুষের গায়ে আঁচড় লাগে, তা হলে গণতান্ত্রিক ভাবে ইটের বদলে পাথর দিয়ে জবাব কীভাবে দিতে হয়, তা তৃণমূল জানে। আমাদের বিধায়ক, সাংসদদের মারুন, আপত্তি নেই। কিন্তু কোনও গরিব মানুষের গায়ে যেন হাত না পড়ে!’
উল্লেখ্য, ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে (Gandhi Jayanti) রাজঘাটে প্রার্থনা করবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতিরা। ৩ তারিখ যন্তরমন্তরে সমাবেশ করবে তৃণমূল। আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা প্রাপকদের মধ্যে হাজার হাজার মানুষকে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিক্ষোভ-ধর্না দেখাবে তারা। এই প্রকল্পগুলি-সহ বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। আর তার বিরুদ্ধেই এবার পথে নেমেছে শাসক দল।
এদিকে সেই ধর্না-সমাবেশের কোনও অনুমতি দেয়নি পুলিশ। এবার দেখার ২ ও ৩ তারিখের কর্মসূচিতে প্রশাসন কী ভূমিকা নেয়।