‘BJP-র গুন্ডাদের রক্ষাকবচ দেন বিচারপতি’, রাজশেখর মান্থাকে তুলোধোনা অভিষেকের

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajsekhar Mantha) বেনজির আক্রমণ তৃণমূলের জাতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এদিন এসএসকএম (SSKM)-এ একটি সভা অংশ নেন অভিষেক সেখানেই বিজেপি, শুভেন্দু অধিকারী, রাজশেখর মান্থাকে এক সারিতে দাঁড় করিয়ে নজির বিহীন আক্রমণ করলেন অভিষেক।

কী বললেন তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-র সভা থেকে বললেন, ‘হাইকোর্টে একজন বিচারপতি আছেন, যিনি দিল্লির আদেশে কাজ করেন। বাকি বিচার ব্যবস্থা নিজেদের সবকিছু দিয়ে চেষ্টা করছে যাতে কোনও ভাবে মেরুদণ্ড সোজা রাখা যায়। কিন্তু ওই একজনই আছেন যিনি সব কিছুই নষ্ট করছেন।’

অভিষেক যে রাজশেখর মান্থাকেই উদ্দেশ্য করে এগুলি বলেছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিন এসএসকেএম থেকে অভিষেক আরও বলেন, ‘ওদের সাজা কিভাবে দেবেন? বিজেপির গুন্ডাদের তো রক্ষা কবচ দিয়ে রেখেছেন এক বিচারপতি। দিল্লির নির্দেশে কাজ করছেন তিনি।’

অভিষেক বলেন, ‘পুলিস কী করে ব্যবস্থা নেবে? সমাজবিরোধীদের সুরক্ষা দিয়ে রেখেছে আদালত। সত্যি বলার জন্য যদি কেউ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, নিতে পারে। বিজেপির গুন্ডাবাহিনীকে নিরাপত্তা দিয়ে রেখেছে আদালত, কী করে ব্যবস্থা নেবে পুলিস?’ ফের বিচারব্যবস্থার একাংশকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

abhishek banerjee on central force

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পরবর্তী সংঘর্ষে জখম ১৪ তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল ৫টা নাগাদ এসএসকেএমে ঢোকেন অভিষেক। বেশ খানিক ক্ষণ আহত কর্মীদের সঙ্গে কাটান তিনি। তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। ট্রমা কেয়ার সেন্টারে আহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর অভিষেক যান উডবার্ন ব্লকে।

গত বুধবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় নন্দীগ্রাম-২ ব্লকের ভেকুটিয়া অঞ্চল। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের উপর বিনা প্ররোচনায় হামলা চালায় বিজেপি। যদিও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ উড়িয়ে দেন। এর পর বৃহস্পতিবার মোট ১৪ জন জখম তৃণমূল কর্মীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।


Sudipto

সম্পর্কিত খবর