‘সেবাশ্রয়’ প্রকল্পের সেকেন্ড ইনিংসেই এই কাজ করে মন জিতলেন অভিষেক, ধন্য ধন্য করছে সবাই

বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয় প্রকল্প’ ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে। প্রথম পর্যায়ের পর রবিবার থেকে শুরু হয়ে গেল এই সেবাশ্রয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেগা ক্যাম্প। এই ক্যাম্প চলবে আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে মোট সাতটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প চলবে।

এইভাবে সবার মন জিতলেন অভিষেক (Abhishek Banerjee)

জানা যাচ্ছে, এবার মোট ২৭৩টি ক্যাম্প করা হচ্ছে। শুরুর দিনেই অনেকে নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ভিড় জমিয়েছিলেন এই ক্যাম্পে। প্রসঙ্গত এর আগে ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে প্রথম শুরু হয়েছিল সেবাশ্রয়ের পথ চলা। এবার শুরু হয়ে গেল এই সেবাশ্রয় প্রকল্পের দ্বিতীয় দফার কাজ। প্রত্যেক দিন সকাল ন’টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। আপাতত পাঁচ দিন টানা এই মেগা ক্যাম্প চলবে বলেই খবর। তবে শুধুমাত্র ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার লোকজনই নয়, এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ।

আরও পড়ুন: জোর কদমে চলছিল কাজ! আবাসের বাড়ি তৈরিতে এবার বড় আপডেট

প্রসঙ্গত দ্বিতীয় দফার প্রথম দিনেই পূর্ব বর্ধমানের পাটুলি থেকে ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্পে এসেছিলেন প্রশান্ত বর্ধন ও সিন্থিয়া বর্ধন। সঙ্গে এসেছিল তাঁদের বছর তিনেকের অসুস্থ শিশু। জানা যাচ্ছে বাচ্চাটির শরীরিক অবস্থা ভাল নয়। বাচ্চাটার বয়স যখন মাত্র দু’বছর ছিল তখনই এক জটিল অসুখ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। বর্তমানে তার চিকিৎসা চলছে কলকাতার SSKM হাসপাতালে।

abhishek banerjee

প্রয়োজন, এখন বহুমূল্যের ইনজেকশন। এদিন ওই দম্পতি বাচ্চাটির শারীরিক অবস্থা নিয়েই কথা বলেছেন ক্যাম্পের প্রতিনিধি ও চিকিৎসকদের সঙ্গে। খবর পান তৃণমূলের যুব নেতা তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে। তারপরেই তিনি ওই শিশুটির যাবতীয় চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব নিয়েছেন। উল্লেখ্য, এর আগের দফাতেও সামনে এসেছিল এমনই এক খবর। ৯ বছরের এক শিশুর ওপেন হার্ট সার্জির যাবতীয় দায়িত্ব নিতে দেখা গিয়েছিল সাংসদ অভিষেক বান্দ্যোপাধ্যায়কে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর