বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বরের আর কয়েকটা দিন কাটিয়ে ডিসেম্বর মাস আসতে চলেছে। প্রতিবছর এই মাসটির অপেক্ষায় থাকে প্রতিটি বাঙালি। তবে এ বছর ডিসেম্বরকে কেন্দ্র করে কি খানিকটা ভিন্ন চিত্র দেখা যেতে চলেছে বঙ্গ রাজনীতিতে? কৌতুহল তুঙ্গে; ‘ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকার আর থাকবে না’, এই ভাষাতেই একের পর এক বিজেপি (BJP) নেতার মন্ত্রীরা মন্তব্য করে চলায় বিতর্ক বহুগুনে বৃদ্ধি পেয়েছে আর এবার অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ব(Abhishek Banerjee)।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত ভরাডুবি হয় পদ্মফুল শিবিরের। যদিও এরপর থেকে প্রধান বিরোধী দল হিসেবে শাসক দলকে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়ে চলেছে বিজেপি।
সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে একের পর এক দুর্নীতি ইসু এবং অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে কোণঠাসা তৃণমূল কংগ্রেস। ফলে এই পরিস্থিতিতে আগের তুলনায় বহুগুণে চনমনে হয়ে উঠেছে বিজেপি নেতা-মন্ত্রীরা। অতীতে একাধিক সময় শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষেরা মন্তব্য করেন, “ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে।” এমনকি, বিরোধী দলনেতা আগামী মাসে তৃণমূলকে ‘অকেজো’ করে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন আর এবার তাদের এক প্রকার চুপ করিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “আমরা চাইলে ডিসেম্বরের মধ্যে ওদের ৩০ টা বিধায়ক থাকবে না। কিন্তু দল ভাঙানোর খেলা পছন্দ নয়। বোমা মারবো কিংবা দল ভেঙে দেব, এরকম খেলা আমরা খেলিনা।” পরবর্তীতে ‘ডিসেম্বরে তৃণমূল সরকার পড়ে যাবে’ হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু না বললেও শেষে অভিষেক বলেন, “যদি শুরু করি, দেখা যাবে।”
প্রসঙ্গত, তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার বিষয়ে বিজেপি নেতা-মন্ত্রীদের হুঁশিয়ারি নিয়ে অতীতে একাধিকবার মন্তব্য প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে বিজেপির তরফ থেকে বাংলায় বড়সড় কোন চক্রান্ত ঘটানো হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকি এক্ষেত্রে দলীয় নেতা-মন্ত্রীদের সতর্ক পর্যন্ত করেন আর এর মাঝেই এবার বিজেপিকে উদ্দেশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুমকি ঘিরে ফের একবার চড়লো রাজনৈতিক পারদ।