বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হয়েছে কর্নাটক বিধানসভার নির্বাচনের ফল। সেখানে কংগ্রেসের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ে বিজেপি। আর ফল প্রকাশ হওয়ার পর বিজেপির পরাজয় দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ২০২১ সালে বাংলায় নির্বাচনে বিদায় ঘন্টা বেজে গিয়েছিল। ২০২৪ এর লোকসভা ভোটে নিশ্চিত বিজেপির (Bharatiya Janata Party) পরাজয়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পূর্ব বর্ধমানে শনিবার নব জোয়ার কর্মসূচি থেকে কর্নাটকের বিধানসভা নির্বাচন নিয়েও মুখ খোলেন। অভিষেক বলেছেন, “ফল বেরিয়ে গিয়েছে কর্নাটকে। ভোকাট্টা হয়ে গিয়েছে বিজেপি। লোকসভায় হার এখন সময়ের অপেক্ষা।” মন্তেশ্বরের কুসুমগ্রামের মাঠে শনিবার অভিষেক সভা করেন।
সেই সভা থেকে তার মন্তব্য, “২০২১-এ বাংলায় খুঁটি পুজো হয়েছে। ২০২৪-এ দিল্লিতে গিয়ে বিসর্জন করে আসবো। এক বছরও সময় নেই হাতে। পঞ্চায়েত হোক বা লোকসভা, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। আমার অধিকারের জন্য যে রাজনৈতিক দল লড়বে তাকে আমি জেতাব। কানে শুনে না, ভোট দিন চোখে দেখে।”
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিষেককে পাল্টা কটাক্ষ করে বলেছেন, “ভাগ্যিস বলেনি যে ওদের অনুপ্রেরণায় বিজেপি কর্নাটকে হেরেছে। খুঁটি পুজো ২০২১ সালে হয়েছে কিনা বলতে পারব না। খুঁটিপুজো তো হয় আবাহন জানানোর জন্য, তার পর তো বিসর্জন। তা হলে বিজেপিকে পুজো করল কবে, আগে সেটা বলুক।”
আজ কর্নাটকে নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পর মমতা ও কেউই সরাসরি কংগ্রেসকে অভিবাদন জানাননি। মুখ্যমন্ত্রী টুইটে এই ফলের প্রেক্ষিতে কর্নাটকের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “এই জয়ের জন্য অভিবাদন জানাই কর্নাটকের সাধারণ মানুষকে। তারা স্পষ্টভাবে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। পর্যদুস্ত হয়েছে নির্লজ্জ স্বৈরাচার ও সংখ্যাগুরুবাদের রাজনীতি।”