বাংলা হান্ট ডেস্কঃ INDIA জোটের বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লি রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার ২০২৪ লোকসভা ভোটের ফলঘোষণা হয়েছে। অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষাকে ভুল প্রমাণ করে ৩০০-র কমেই আটকে গিয়েছে NDA। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে চমকপ্রদ ফল করেছে INDIA জোট। আজ সেই জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ফের একবার BJP-কে একহাত নিলেন অভিষেক।
আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানানোর পাশাপাশি জনতাকেই ‘কিং মেকার’ তকমা দেন TMC সেনাপতি। অভিষেক বলেন, ‘এবারের নির্বাচনে দেশের মানুষ বিজেপির অহংকার চূর্ণ করে দিয়েছে। জনতাই কিং মেকার। দেশ কোন পথে চলবে সেটা আগামী দিনে জনতাই নির্ধারণ করবে’।
গতকাল ভোটের ফল প্রকাশের পরেই দেখা যায়, এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি BJP। ২৭২-এর ম্যাজিক ফিগার অতিক্রম না করতে পারায় এবার শরিক দলগুলির ওপর ভরসা করতে হচ্ছে তাদের। অন্যদিকে ২৩৪ আসনে জয়ী হয়ে নতুন উদ্যমে ময়দানে নেমে পড়েছে INDIA জোটের নেতারা। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা TMC নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীরা শক্তিশালী হওয়ার কারণে এবার সংসদে যা ইচ্ছা তাই করতে পারবে না মোদী সরকার।
আরও পড়ুনঃ ব্যারাকপুর-মধ্যমগ্রামে তাণ্ডব শুরু TMC-র! রাতের অন্ধকারে হামলা BJP কর্মী সমর্থকদের বাড়িতে
এদিকে আজ বৈঠক বসছে NDA, INDIA দুই জোটই। আগামী রণকৌশল ঠিক করতে সকাল সকাল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন শরিক দলের নেতারা। আজ বিকেলে দিল্লিতে INDIA জোটের বৈঠক আয়োজন হবে। সেখানে যোগ দিতে দুপুরে রওনা দেন অভিষেক। তার আগে BJP-কে তুমুল আক্রমণ করেন তিনি।
এদিন অভিষেক বলেন, ‘BJP নেতারা ভবিষ্যদ্বাণী করতে থাকুন। একুশের নির্বাচনে ২০০ পারের ডাক দিয়েছিলেন। বাংলার মানুষ TMC-কে সেটা করে দিয়েছিল। এবারের লোকসভা ভোটে এই রাজ্য থেকে ৩০টি আসন পাওয়ার কথা বলেছিল। সেখানে তৃণমূলকে ২২ থেকে ২৯ এ পৌঁছে দিয়েছে জনগণ। তৃণমূলকে ওরা যত গালাগাল করবে, অত্যাচার করবে, জনগণ ততই আমাদের শক্তিশালী করবে’। TMC সেনাপতি জানান, নেত্রীর নির্দেশ মতো এদিন বৈঠকে যাচ্ছি। দেশকে বাঁচানোর জন্য INDIA জোটকে আরও শক্ত করতে হবে।