এবার নয়া ফর্মে অভিষেক? ভাব-ভঙ্গিতে স্পষ্ট বোঝালেন সবটা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গলায় সেই ঝাঁঝ। সমস্ত কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেগা সম্মেলনে থেকে বিরোধীদের একহাত নিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। আগামী বছর বিধানসভা ভোটের সুরও বেঁধে দিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) সেকেন্ড ইন কমান্ড। নিজের কথায়, ভাব-ভঙ্গিতে স্পষ্ট বুঝিয়ে দিলেন, দল ছাড়া তো দূর, উল্টে আরও সক্রিয় হয়ে দলের ‘মীরজাফর’দের একে একে তাদের জায়গা এবার বোঝাবেন তৃণমূল সেনাপতি।

সম্প্রতি রটে গিয়েছিল ২৬-র বিধানসভা নির্বাচনের আগে নতুন দল তৈরি করবেন অভিষেক। সেই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। স্পষ্ট ভাষায় বললেন, যে দল ভালোবাসে সে কোনওদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। অভিষেক বলেন, বিগত দিন যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-এদের চিহ্নিত করার কাজটা আমিই করেছিলাম।

সাথেই কড়া বার্তা দিয়ে অভিষেকের হুঙ্কার, ‘আগামী দিনেও যদি কেউ দলের সঙ্গে বেইমানি করে তাহলে তাদের চিহ্নিত করে ল্যাজেগোবরে করে, বাংলা থেকে বিদেয় করার দায়িত্ব আমি নিলাম।’ দলের শীর্ষ স্তরে ক্ষমতার সমস্ত টানাপোড়েন-জল্পনার ঘটিয়ে অভিষেক বলেন, ‘অনেকে বলছে, আমি নাকি বিজেপিতে চলে যাব। আমি নাকি নতুন দল গড়ছি। আমি আপনাদের বলছি, আমার গলা কেটে ফেললেও ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগানই বেরোবে।’’

গত বছর ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শেষ বার এক মঞ্চে ছিলেন মমতা-অভিষেক। মাঝে কেটে গিয়েছে বহু মাস। তার পর ২৭ ফেব্রুয়ারি। তবে তিনি যে এখনও কতটা দলের সুপ্রিমো আর তৃণমূলের কাছের তা বুঝিয়ে দিলেন নিজের ১৭ মিনিটের বক্তৃতাতেই। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচির আয়োজন করেছিলের তৃণমূলের অভিষেক। ৫১ দিনের নবজোয়ার কর্মসূচিতে কোচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যের সর্বত্র ঝড় তুলেছিলেন অভিষেক। সেই কর্মসূচির কথাও উঠে এল এদিন তৃণমূলের নম্বর টু-এর বক্তৃতায়।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পক্ষে বিরাট রায়! হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

বছর ঘুরলেই বিধানসভা ভোট। হাতে একটা গোটা বছর বাকি থাকলেও অভিষেক সাফ বলেছেন, সময় নেই। এখন থেকেই ময়দানে নেমে কাজ করতে হবে সবাইকে। যেখানে যা ক্ষত রয়েছে সবটা সারাতে হবে এই সময়ের মধ্যেই। ক্ষত সারানোর ক্ষেত্রে যে নবজোয়ার মোক্ষম দাওয়াই তা বলার অপেক্ষা রাখে না। তাহলে কী এবারেও সংগঠনের রাশ ধরতে নবজোয়ার করবেন অভিষেক? এই জল্পনাই এখন জোড়ালো হচ্ছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X