ত্রিপুরা গেলে সমস্যায় পড়তে হতে পারে, সেই আশঙ্কায় ফের পিছিয়ে গেল অভিষেকের সফর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবারই ত্রিপুরায় (Tripura) যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তবে সেই কর্মসূচিতে কিছুটা বদল এনে শুক্রবার আগরতলায় যাবে বলে ঠিক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূলের প্রথম সারির নেতারা ত্রিপুরায় গিয়ে পৌঁছেছেন। তাঁরা সেখান থেকে সাংবাদিক বৈঠক করে আই প্যাকের কর্মীদের হোটেলে বন্দি রাখার মামলায় বিজেপি সরকারকে আক্রমণও করেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলে তৃণমূলের নেতারা সেই আক্রমণের ধার আরও বাড়াত। কিন্তু আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর পিছিয়ে গেল। জানা গিয়েছে যে, ত্রিপুরায় বর্তমানে সাপ্তাহিক কারফিউ জারি রয়েছে। সেই কারণে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জী সেখানে গেলে তাঁকে নানারকম জটিলতায় পড়তে হতে পারে।

করোনার নিয়ম ভঙ্গের আইন দেখিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদকের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে পারে ত্রিপুরার বিজেপি সরকার। আর সেই কারণেই আরও পিছিয়ে গেল অভিষেকের সফর। জানা গিয়েছে যে, আগামী সোমবার তিনি আগরতলায় যেতে পারেন। সেই সময় সাপ্তাহিক কারফিউ থাকবে না, আর সেই অজুহাত দেখিয়ে প্রশাসনও তাঁকে বাধা দিতে পারবে না।

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলায় পৌঁছে গুরুত্বপূর্ণ করার কথা ছিল। সাংগঠনিক সিদ্ধান্তও নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সফর পিছয়ে যাওয়ায় আপাতত দিন কয়েক অপেক্ষা করতে হবে ত্রিপুরা তৃণমূলকে। আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলা সফর ঘিরে নতুন করে প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির।

X