“আমাকে হেনস্থার জন্যই CBI নোটিশ,” টুইট করে বিজেপিকে তুলোধোনা অভিষেকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ইচ্ছাকৃতভাবে হেনস্থা করার জন্যই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে নোটিশ পাঠিয়েছে। সিবিআইয়ের (Central Bureau of Investigation) পাঠানো নোটিশ টুইটারে (Tweeter) পোস্ট করে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার টুইটে রীতিমতো তুলোধোনা করতেও ছাড়লেন না বিজেপিকে।

টুইটারে অভিষেক লিখেছেন, “এটা করা হয়েছে আমাকে হেনস্থা করার জন্য। বিজেপি সিবিআই আর ইডিকে দিয়ে যে আদালত অবমাননা করছে এটা তারই প্রমাণ। সুপ্রিম কোর্ট আজ সকালেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে। এরপরও আমাকে আজ দুপুর ১টা ৪৫ নাগাদ সমন দেওয়া হয়েছে।”

অভিষেক সিবিআই এর পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে তারিখ রয়েছে 16 এপ্রিল। কিন্তু অভিষেকের হাতে এটি পৌঁছেছে 17 তারিখে। এই বিষয়টিও টুইটারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ। সিবিআই কোন মামলায় অভিষেককে এই নোটিশ পাঠিয়েছেন? কুনাল ঘোষ এই বিষয়টি স্পষ্ট করেছেন।

তিনি বলেছেন, “নোটিশে লেখা রয়েছে গত ১৩ তারিখের হাইকোর্টে নির্দেশকে মান্যতা দিয়েই এই নোটিশ পাঠানো হয়েছে। এর সাথে সম্পর্ক নেই অন্য কোনও মামলার। সম্পর্ক নেই সিবিআই এর নিজস্ব কোনও মামলার।” প্রসঙ্গত, সোমবার সকালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্বস্তির খবর আসে অভিষেকের জন্য।

সুপ্রিমকোর্ট বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেককে জেরা করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে যে অনুমতি দিয়েছিল তা এখনই কার্যকর করার দরকার নেই। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ তারিখ। ততদিন পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X