নেতাজির অবদান স্মরণ থেকে রামকৃষ্ণ মিশন দর্শন, সিঙ্গাপুরের মাটিতেও বাঙালিয়ানার আবেগ ছড়ালেন অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। এমনি একটি প্রতিনিধি দলের অংশ হয়েই বেশ কয়েকটি দেশে সফরে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাপান, দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুরে পৌঁছেছেন তাঁরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানের বার্তা দেওয়ার পাশাপাশি আরো একটি বড় উদ্যোগ নিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে গিয়েও বাঙালির আবেগকে উসকে দিয়েছেন তিনি।

সিঙ্গাপুরে গিয়েও বাঙালি আবেগ উসকে দিলেন অভিষেক (Abhishek Banerjee)

মঙ্গলবার সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মেমোরিয়াল এবং রামকৃষ্ণ মিশনেও যান অভিষেক (Abhishek Banerjee)। সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে অবস্থিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মেমোরিয়াল। এদিন সেখানে গেলেও সংস্কারের কাজ চলায় বাইরে থেকেই শ্রদ্ধা জানিয়ে আসেন অভিষেক (Abhishek Banerjee)। তুলে ধরেন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর কৃতিত্বের কথা।

Abhishek Banerjee went to singapore with representative team

কী বললেন তৃণমূল সাংসদ: পাশাপাশি এদিন সিঙ্গাপুরে অবস্থিত রামকৃষ্ণ মিশনও দর্শন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রামকৃষ্ণ মিশনের ভেতরে শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে প্রণাম জানান তিনি। সেই সঙ্গে রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিক সেবার পথেরও প্রশংসা করেন অভিষেক (Abhishek Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের কোনো সীমা হয় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একজোট হতে হবে। নৈতিকতার দিক দিয়ে ভারত নিজের অবস্থানে স্পষ্ট’।

আরো পড়ুন : অপারেশন সিঁদুর এর বিরুদ্ধে পোস্ট, প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে FIR

আগে গিয়েছেন জাপান দক্ষিণ কোরিয়া: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি বিদেশের মাটিতেও বাঙালি সংষ্কৃতির আবেগ বহন করে নিয়ে যাচ্ছেন অভিষেক (Abhishek Banerjee)। এর আগে জাপান এবং দক্ষিণ কোরিয়াতে গিয়েছিল বহুদলীয় প্রতিনিধি দল। জাপানে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ানো থেকে বিপ্লবী রাসবিহারী বসু এবং রাধাবিনোদ পালের স্মৃতিসৌধ দর্শনে যান অভিষেক।

আরো পড়ুন : কেষ্টকে সরাতেই চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রকাশ্যেই ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুমকি বীরভূমে কাজল অনুগামী নেতার

দক্ষিণ কোরিয়ায় গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তোলেন অভিষেক। বাংলার নোবেলজয়ী বিশ্বকবির সঙ্গে দক্ষিণ কোরিয়ার সাংষ্কৃতিক যোগাযোগের ইতিহাসের কথা তুলে ধরেন তিনি। আগামীতে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতেও যাবে এই প্রতিনিধি দল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X